পিকআপ ভ্যান চালক-হেলপার নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক-হেলপার নিহত
চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নয়াহাট শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের পাশে সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক বিমল দাশ (৫০) ও চালকের সহকারী নয়ন দাশ (৩৫)।
আরও পড়ুন:পিকআপ ভ্যানের চাপায় গাজীপুরে ৩ পথচারী নিহত
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে একটি পিকআপ ভ্যান নয়াহাট সিএনজি ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তারা দুজন পিকআপের চালক ও হেলপার।
আরও পড়ুন: ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের নিহত ৩
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটি পিকআপের ভেতর চালক ও হেলপার গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। এ সময় তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৩ বছর আগে