থ্রি মিনিট থিসিস
থ্রিএমটিতে প্রথম হলেন খুলনার সুমাইয়া রহমান
যুক্তরাষ্ট্রের অউবার্ন বিশ্ববিদ্যালয়ে থ্রি মিনিট থিসিস(থ্রিএমটি) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী সুমাইয়া রহমান। একই সাথে দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পিপলস চয়েস অ্যাওয়ার্ডও অর্জন করেন। সেখানে তিনি তার থিসিসের বিষয়- ‘সাস্টেইনেবল ফুড প্যাকেজিং ফর ফিউচার ওয়ার্ল্ড’- উপস্থাপন করেছিলেন।
সুমাইয়া রহমান খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ সাইন্সেস বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সেন্টার ফর এডভান্সড সাইন্স, ইনোভেশন অ্যান্ড কমার্স-এ কর্মরত আছেন।
আরও পড়ুন: খুলনায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
থ্রিএমটি প্রতিযোগিতায় প্রতিযোগীদের তিন মিনিটের মধ্যে তার গবেষণার বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে তা বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষও বুঝতে পারে, ১২০ জন প্রতিযোগী নিয়ে ১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এরপরে ১১ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ জন ফাইনালিস্টকে হারিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া। সামনে প্রদেশ ভিত্তিক থ্রিএমটি প্রতিযোগিতায় তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।
সুমাইয়া রহমান বলেন, অনেক চেষ্টার ফল এটা। বিশ্বের দরবারে আমার দেশকে উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। আগামী দিনেও আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে আমার দেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার চেষ্টা করব।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পড়াশোনার সাথেই থাকতে চাই, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণায় অবদান রাখতে চাই।
আরও পড়ুন: খুলনায় রুটি বিক্রেতা রিক্তা এখন ইউপি সদস্য
২ বছর আগে