মাদাগাস্কার
মাদাগাস্কারে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের স্টেডিয়াম বিধ্বস্ত, নিহত ১২
মাদাগাস্কারের একটি স্টেডিয়াম বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগীরা যোগ দিতে জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় প্রায় ৮০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী আন্তানানারিভোর মহামাসিনা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা উপস্থিত ছিলেন। এসময় নিহতদের জন্য কিছুক্ষণ নীরবতা পালন করতে জনতাকে আহ্বান জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: জুয়াড়ি সন্দেহে চট্টগ্রাম স্টেডিয়াম এলাকা থেকে ৩ ভারতীয় আটক
প্রায় ৪১ হাজার দর্শক ধারণ ক্ষমতার জন্য নির্মিত স্টেডিয়ামটি এর আগেও মারাত্মক বিধ্বস্তের শিকার হয়েছিল। ২০১৮ সালে মাদাগাস্কার এবং সেনেগালের মধ্যে আফ্রিকান কাপ অব নেশনস সকার টুর্নামেন্টের জন্য বাছাইপর্বের খেলার আগে বিধ্বস্তের ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ৩৭ জন আহত হয়েছিল। এছাড়াও ২০১৯ সালে ওই স্টেডিয়ামে একটি সঙ্গীত কনসার্টে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন মারা যায়।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস হলো একটি বহুমাত্রিক খেলার একটি আসর, যেখানে এই অঞ্চলের দেশগুলোকে সম্পৃক্ত করা হয়। কোমোরোস, মালদ্বীপ, মৌতিরিয়াস, মায়োট, রিইউনিয়ন এবং সেশেলসের ক্রীড়াবিদরাও এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে।
আরও পড়ুন: আফ্রিকা কাপ অব নেশনস: ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬
১ বছর আগে
যোগাযোগ প্রযুক্তি ও সমুদ্র অর্থনীতি নিয়ে বাংলাদেশের সাথে কাজে আগ্রহী মাদাগাস্কার
বাংলাদেশের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং সমুদ্র অর্থনীতি নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাদাগাস্কারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব রাতসিমান্দাও তাহিরিমিয়াকাদাজা।
মঙ্গলবার তাহিরিমিয়াকাদাজা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকের শুরুতে এ কে আব্দুল মোমেন মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিবকে ঢাকায় স্বাগত জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) নির্বাচনে এবং মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে মাদাগাস্কার সরকারের সমর্থন চেয়েছেন।
তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশ ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আইটি-আইসিটি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে বিভিন্ন ধরণের সেবা দিচ্ছে।
তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মাদাগাস্কারের অব্যাহত সমর্থনও চেয়েছেন।
আরও পড়ুন: সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী
মাদাগাস্কারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব রাতসিমান্দাও তাহিরিমিয়াকাদাজা জানান, মাদাগাস্কার সরকার বাংলাদেশের আইটি-আইসিটি সেক্টরে সহযোগিতা প্রতিষ্ঠা করতে আগ্রহী এবং আইটি-আইসিটি খাতে গতিশীলতা আনতে তারা বাংলাদেশকে জিটুজি সহযোগিতা দেয়ার কথা জানায়।
তাহিরিমিয়াকাদাজা পররাষ্ট্রমন্ত্রীকে করোনা মহামারির বিস্তার রোধে মাদাগাস্কার সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি করোনা মহামারির বিস্তার রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের জন্য অভিনন্দন জানান।
তিনি উল্লেখ করেন যে মাদাগাস্কার এবং বাংলাদেশ পারস্পরিক স্বার্থের বিষয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসাথে কাজ করছে এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় আইওআরএ-তে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ আইটি-আইসিটি খাতে সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে এবং মাদাগাস্কার বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং ওষুধ আমদানি করতে পারে।
কৃষিক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার গুরুত্ব স্বীকার করে উভয় পক্ষই বীজ প্রযুক্তি এবং কৃষি উৎপাদনে সহযোগিতাসহ খাদ্য ও কৃষিক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সমর্থনেরও আশ্বাস দেন তাহিরিমিয়াকাদাজা।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক আর ভারতের জন্য লজ্জা: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সঙ্কটে ফ্রান্স বাংলাদেশের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে