ভ্যাকসিন ইনস্টিটিউট
শীর্ষ শ্রেণির ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, দেশে একটি শীর্ষ শ্রেণির ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার।
আওয়ামী লীগের সংসদ সদস্য (লক্ষ্মীপুর-১) আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন রোগ মোকাবিলা করতে বর্তমান সরকারের একটি আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ভ্যাকসিন তৈরির পাশাপাশি একটি ভ্যাকসিন গাইডলাইন প্রণয়ন করার লক্ষ্য রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রী বলেন, যদি ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় তবে এটা ভ্যাকসিন উৎপাদন, এ বিষয়ক গবেষণা এবং স্থানীয় পর্যায়ে ভ্যাকসিন উৎপাদনে ভূমিকা রাখবে। এটা ভ্যাকসিন উৎপাদন, ব্যবহারকে আরও সময় উপযোগী করবে বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হলে নতুন উদ্ভাবিত ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে ভ্যাকসিন উৎপাদন সহজ হবে। ফলে বাংলাদেশে কম দামে ভ্যাকসিন পাওয়া যাবে।
তিনি বলেন, নতুন ভ্যাকসিন তৈরিতে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক যোগ্যতা অর্জন করবে। এছাড়া এটি বাংলাদেশে উৎপাদিত ভ্যাকসিন বিশ্ব বাজারে সম্প্রসারণে সহায়তা করবে।
আরও পড়ুন: যুক্তরাজ্য-ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
বাংলাদেশ করোনা ভ্যাকসিন তৈরি ও রপ্তানিতে সক্ষম: প্রধানমন্ত্রী
দেশ গড়তে প্রধানমন্ত্রী একজন আর্কিটেক্ট: আইনমন্ত্রী
৩ বছর আগে