যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণ
যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
নিহত ব্যক্তি হলেন শফিকুল ইসলাম (৫০)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, শফিকুল ইসলাম ৮৮ শতাংশ পুড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদবাদ এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে ছয়জন আহত হন। পরবর্তীতে তাদের সবাইকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
আহতদের মধ্যে বিশ্বনাথ দত্ত (৪৮) রবিবার এবং রিপন ও আবুল কালাম মঙ্গলবার হাসপাতালে মারা যান।
এছাড়া কবির হোসেন (৩৫) নামে আরেক ভুক্তভোগীর অবস্থাও আশঙ্কাজনক। আগুনে তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মামা-ভাগনে নিহত
অপহরণ ও ধর্ষণ: যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের নামে মামলা
৩ বছর আগে