শেখ মুজিবুর রহমানের বায়োপিক
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
প্রথম মুজিব শতবর্ষ পূর্ণ হওয়ার পরের দিন ২০২০ এর ১৮ মার্চ শুরু হবে সিনেমা তৈরি- পরিকল্পনাটা ছিল এরকমই। কিন্তু তাতে বাঁধ সাধলো মহামারি করোনাভাইরাস। পুরো দশ মাস পিছিয়ে ২০২১ সালের ২১ জানুয়ারি মুম্বাইতে শুরু হলো বঙ্গবন্ধু ছবির দৃশ্য ধারণ। বাংলাদেশের অংশটুকুও শুরু হয়ে গেছে ১ নভেম্বর থেকে। ছবি মুক্তির নতুন তারিখ ঠিক হয়েছে ২০২২ এর মার্চে। চলুন, এই ঐতিহাসিক বায়োপিকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
চিত্রনাট্য জুড়ে বঙ্গবন্ধুর জীবনচরিত
শেখ মুজিবুর রহমানের তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি একজন ব্যক্তি মুজিবেরও আত্মপ্রকাশ ঘটবে বঙ্গবন্ধু বায়োপিক-এ। কোটি বাঙালির প্রাণপ্রিয় নেতাকে দর্শকরা আবিষ্কার করবে একজন সন্তান, একজন স্বামী ও একজন বাবা হিসেবে।
চিত্রনাট্যকার শ্যামা জায়দি ও অতুল তিওয়ারি বায়োপিক লেখার ক্ষেত্রে গবেষণার জন্য অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করেছেন প্রাথমিক উৎসের উপর। আর এই প্রাথমিক উৎসটি ছিলেন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবনটাকে তুলে ধরতে নিজেদের সেরাটা দিয়ে শৈল্পিক ভাবে চিত্রনাট্য সাজিয়েছেন জায়দি ও তিওয়ারি। তবে রাজনৈতিক অংশগুলোকে আরও প্রাণবন্ত করার জন্য বঙ্গবন্ধু কন্যার অবদানও অপরিসীম। প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ের পুঙ্খানুপুঙ্খ পরিবেশনের জন্য বেশ সময় নিয়েই চিত্রনাট্যকারদের সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
বঙ্গবন্ধু চলচ্চিত্র নির্মাণের নেপথ্যে
একদম শুরু থেকে বায়োপিকটির সামগ্রিক কর্মকাণ্ডের নির্দেশনা দিয়ে যাচ্ছেন ভারতের ৮৬ বছর বয়সী পরিচালক শ্যাম বেনেগাল। বায়োগ্রাফী জনরার প্রতি নিবেদিত প্রাণ শ্যাম বেনেগাল এর আগে কাজ করেছেন সুভাস বোস, গান্ধী, এবং নেহেরুর জীবনচরিত নিয়ে।
২০২১ এর এপ্রিল নাগাদ বঙ্গবন্ধুর ব্যক্তি ও পারিবারিক অংশটুকু শেষ করা হয়েছে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্মসিটিসহ বিভিন্ন স্থানে। নভেম্বর থেকে শুরু হওয়া শ্যুটিং-এ মূলত তাঁর রাজনৈতিক অংশগুলোকে প্রাধান্য দেয়া হবে।
চলচ্চিত্রটি তৈরিতে সহযোগী পরিচালক হিসেবে আছেন দয়াল নিহালানি। শিল্প নির্দেশনার দিকটা দেখছেন নীতিশ রায়। কস্টিউম পরিচালনায় থাকছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন আকাশদীপ পান্ডে। সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং ভারত জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সহযোগে এই চলচ্চিত্রটি তৈরির জন্য বাজেট ঠিক করা হয়েছে ৩৫ কোটি টাকা, যার ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত বহন করবে।
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি
২ বছর আগে