ভারতে প্রবেশের সময়
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ২০
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে সময় শিশু, নারীসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে সাত পুরুষ, আট নারী ও পাঁচ শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোরে সীমান্তের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
আটককৃতদের বাড়ি মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, যশোর, টাঙ্গাইল জেলায়। তারা সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, মহেশপুর সীমান্তের সোনাইডাঙ্গা এলাকা থেকে যাদবপুর বিজিবির সদস্যরা চার জন পুরুষ তিন নারী ও চার শিশুকে আটক করে। এছাড়াও বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর ব্রিজ এলাকা থেকে তিন পুরুষ, পাঁচ নারী ও এক শিশুকে আটক করে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
তিনি জানান, আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
৩ বছর আগে