নেলসন ম্যান্ডেলা
বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা মহান দূরদর্শী নেতা: দ.আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা প্যান্ডর। এসময় তিনি বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলাকে মানবতার জন্য মহান দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন।
এসময় তিনি দেশের জন্য বঙ্গবন্ধুর অতুলনীয় উৎসর্গ ও আত্মত্যাগের স্বীকৃতি দেন এবং জাতির পিতার মূল্যবোধ ও আদর্শের কথা স্মরণ করেন।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভারতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাথে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এসব কথা বলেন ড.মান্দিসা প্যান্ডর।
এসময় বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা ড.মান্দিসা প্যান্ডরকে স্বাগত জানান।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
সাজ্জাদ জহির ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি জাদুঘরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন ড.মান্দিসা প্যান্ডর। এসময় তাকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় ঐতিহাসিক ভূমিকা এবং তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ সম্পর্কে অবহিত করা হয়।
প্যান্ডোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাদুঘর পরিদর্শন শেষে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এদিন ড.মান্দিসা প্যান্ডর ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের কার্যালয় ও তাদের রিটেইল আউটলেটও পরিদর্শন করেন। ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের আয় বৃদ্ধির জন্য সক্ষমতার সাথে সজ্জিত করার লক্ষ্যে তাদের অবকাঠামোগত, শারীরিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।
সফরকালে তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ছিলেন।
আরও পড়ুন: লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা
বিশ্বমঞ্চে বঙ্গবন্ধুর উত্তরাধিকার তুলে ধরছেন তার কন্যা
৩ বছর আগে