কবিতা উৎসব
দিনব্যাপী চলছে কুষ্টিয়ায় কবিতা উৎসব
শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কবিতা উৎসব শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে কুমারখালী শহরের পৌর শিশুপার্কে এই উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালা, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো এই শ্লোগানে কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ৩৩তম জাতীয় কবিতা উৎসব শুরু
দিনব্যাপী এই কবিতা উৎসবকে ঘিরে যেন কবিদের মিলনমেলায় পরিণত হয় কুমারখালী শহর। সকাল থেকে দেশের দূর-দূরান্ত থেকে কবিরা এসে ভিড় করেন কুমারখালী পৌর শিশু পার্কে। সকালের চা নাস্তা পর্বের ফাঁকে ফাঁকে চলতে থাকে কবিদের রেজিস্ট্রেশন এবং কবিদের স্বরচিত কবিতা পাঠ।
আয়োজকরা জানান, ব্যর্থ প্রাণের জঞ্জাল সরিয়ে আঁধার দূর করতেই তাদের এই আয়োজন। দিনব্যাপী কবিদের এই আড্ডা চলবে গভীর রাত পর্যন্ত।
আরও পড়ুন: রাজধানীতে হাফিযের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক কবি আবদুর রশীদ চৌধুরী, সাবেক সচিব কবি আল কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাবেক সচিব কবি কাজী আক্তার হোসেন, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, কবি লিটন আব্বাস প্রমুখ ।
৩ বছর আগে