বিশ্ব গ্রাম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠকে প্রাধান্য পেয়েছে সাইবার নিরাপত্তা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়া দুই সপ্তাহব্যাপী বৈঠকে তথ্য-প্রযুক্তি, সাইবার নিরাপত্তার মতো বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে।
১৪ থেকে ১৯ নভেন্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ আইসিটি কনসাল্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ডিজিটাল অর্থনীতি অংশীদারিত্ব, বিশ্ব গ্রাম, প্রযুক্তির নিরাপত্তা, সমনীতি, অবকাঠামো ও বিকল্প প্রযুক্তির মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হাসানুল হক বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে।
তিনি বলেন, ‘ইন্টারনেটে বাক স্বাধীনতা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠায় এখন আমাদের কী করা প্রয়োজন সে সব বিষয়ে আলোচনা হয়েছে।’
‘এ জন্য অংশীদারদের ভূমিকা ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছি আমরা। এছাড়া বিশ্ব গ্রামের বাসিন্দাদের সুরক্ষা এবং ডিজিটাল অর্থনীতিতে তাদের সমান অধিকার নিশ্চিত করতে আমরা কিছু দিক নির্দেশনা পেয়েছি।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, সাইবার নিরাপত্তা ও বাণিজ্য নীতি নিয়ে মার্কিন বাণিজ্য বিভাগের সাথে কাজ করে এমন বিভিন্ন সংস্থার জ্যৈষ্ঠ কর্মকর্তা এবং গুগল, ফেসবুক, মাস্টারকার্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন।
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, আন্তসীমান্ত বাণিজ্যসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠায় বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হয়েছে।’
অন্যদিকে ইন্টারনেট গভার্নেন্স ফোরামের মহাপরিচালক আব্দুল হক আনু বলেন, ‘এই বৈঠকে আমাদের অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ আন্তসীমান্ত ডিজিটাল বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা মহান দূরদর্শী নেতা: দ.আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা রেজুলেশন গৃহীত
৩ বছর আগে