বাংলাদেশ গণঅধিকার পরিষদ
অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া উচিত: রেজা কিবরিয়া
বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশের ভাবমূর্তির জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি প্রদান করা উচিত সরকারের। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি মেডিকেলের, এটা রাজনৈতিক না। এ বিষয়ে তার (খালেদা) চিকিৎসকদের সাথে পরামর্শে করে সরকারের ব্যবস্থা নেয়া উচিত। অন্তত দেশের ভাবমূর্তির জন্য একজন বয়স্ক মহিলা হিসেবে তাকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া উচিত।’
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন রেজা কিবরিয়া। বাড়ি ফেরার ছয় দিন পর ১৩ নভেম্বর পুনরায় এ হাসপাতালে ভর্তি হন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া।
ড. রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ কয়েকজন নেতা-কর্মী বেলা সাড়ে ১১টায় হাসপাতালে যান। খালেদা জিয়া সিসিইউতে থাকায় তারা তার সাথে দেখা করতে পারেননি। তবে তারা বিএনপি প্রধানের চিকিৎসকের সাথে কথা বলেছেন এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
রেজা কিবরিয়া বলেন, চিকিৎসকরা তাদের বলেছেন খালেদা জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন এবং বিদেশে উন্নত কোনো হাসপাতালে তার ভালো চিকিৎসার প্রয়োজন। ‘আমি যা বুঝতে পেরেছি কিছু অসুখের চিকিৎসার জন্য খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়া প্রয়োজন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি: ফখরুল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার বিএনপির সমাবেশ
খালেদা জিয়াকে আইন অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে: আইনমন্ত্রী
৩ বছর আগে