সাংবাদিক রিশাদ হুদা
সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলাকারীদের শাস্তি দাবি বিএসআরএফের
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে বিএসআরএফ।
শনিবার (২০ নভেম্বর ) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মোসকায়েত মাশরেকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এর আগে শনিবার বিকালে শাহবাগ এলাকায় সাংবাদিক রিশাদ হুদা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে নাজিম উদ্দিন আহমেদ বাবুর গাড়ির সাইড চাইতে গেলে তার নেতৃত্বে ৪-৫ জন গাড়ি থেকে নেমে রিশাদ হুদার ওপর হামলা চালায়। এ ঘটনায় রাতেই রিশাদ হুদা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন ।
এ ঘটনায় বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ সংগঠনের নেতারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
আরও পড়ুন: বিএসআরএফের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ভাসানীর মাজারে হামলার শিকার রেজা কিবরিয়া ও নুর
৩ বছর আগে