ফিলম্যান এন্টারটেইনমেন্ট
সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
২০২২ সালের প্রথম সিনেমা হিসেবে ‘শান’-এর মুক্তির দিনক্ষণ ঠিক হলো বছরের প্রথম শুক্রবার ৭ জানুয়ারি। করোনা মহামারির কারণে বেশ কয়েকটি ছবির সাথে ‘শান’-এর ২০২১ এর ঈদুল ফিতরে মুক্তির তারিখটি পিছিয়ে যায়। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার সফল জুটি সিয়াম ও পূজা থাকছেন ‘শান’-এর শ্রেষ্ঠাংশে। দুই হাতে দুটি রিভলবার নিয়ে উদ্যত নায়ক সিয়ামসহ সিনেমার পোস্টারটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। উত্তেজনাটাকে আরেকটু বাড়িয়ে দিতেই যেন সিয়াম-পূজা জুটির সাথে যোগ দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। চলুন, বহুল আলোচিত এই সিনেমাটি নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
‘শান’ সিনেমার কাহিনী
একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনা অবলম্বনের বানানো হয়ে শান ছবির গল্প। এখানে কেন্দ্রীয় চরিত্র শান পুলিশ অফিসারদের সংগ্রামী জীবনকে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন মেধাবী শান। একমাত্র লক্ষ্য একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করা। এই লক্ষ্য অর্জনে তাকে অসংখ্য দুর্গম প্রতিবন্ধকতা পেরোতে হয়।
অভিনব কিছু মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে নাটকীয়তার মেলবন্ধনে চিত্রনাট্যে গতি আনবে ছবিতে থাকা অ্যাকশনগুলো। কাহিনীর প্রয়োজনে রোমান্টিকতার উপস্থিতিতে পরিমিতবোধের পরিচয় দিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার আজাদ খান ও নাজিম উদ্দৌলা।
পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
নাজিম উদ্দৌলা মূলত একজন থ্রিলার গল্প লেখক হিসেবেই সুপরিচিত। কাজী আনোয়ার হোসেন-এর কালজয়ী চরিত্র মাসুদ রানা নিয়ে নির্মিতব্য সিনেমার চিত্রনাট্যতেও কাজ করেছেন তিনি। আজাদ খান এই ছবির গল্প ও সংলাপ তৈরির পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন।
‘শান’ চলচ্চিত্র নির্মাণ
‘শান’-এর মাধ্যমে পরিচালনায় নামছেন ‘নুরজাহান’, ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার সহকারি পরিচালক এম রাহিম। পূর্বে তিনি প্রায় সাত বছর যাবৎ একটি সিনেমা নির্মাণ সংস্থার প্রধান সহকারি পরিচালক ছিলেন। সে সময় তিনি কলকাতার স্বনামধন্য মুভি নির্মাতা রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছেন। নিজের এই প্রথম নির্মাণের পেছনে প্রায় তিন বছর ধরে শ্রম দিয়েছেন নবীন এই নির্দেশক।
দুই বছর আগে ২০১৯ এর ২৬ মে শ্যুটিং শুরু পর ‘শান’-এর প্রথম পোস্টার প্রকাশ পায় ২০১৯ এর ১১ আগস্ট। কিন্তু করোনার কারণে মুক্তির তারিখ পেছানোর পর ২০২১ এর ১৮ নভেম্বর ছবিটির নতুন পোস্টার প্রকাশিত হয়। করোনার দুটি ওয়েভ পেরিয়ে ছবিটির শ্যুটিং শেষ হতে ২০২১ এর মার্চ মাস লেগে যায়।
পড়ুন: রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কুইক মাল্টিমিডিয়া ও ফিলম্যান এন্টারটেইনমেন্ট। চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন সাইফুল শাহীন।
সিয়াম-পূজা জুটি ও তাসকিনের পাশাপাশি স্পট লাইট থাকবে সিনেমাটির অ্যাকশানের উপর কারণ এর অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। আব্বাস ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, জিসম ২, রাজ-৩, ভারতীয় বাংলা ‘প্যানথার’, হামারি আধুরি কাহানি, আশিকি ২, হেইট স্টোরি ২-৩-৪, এম এস ধোনি, ডিয়ার জিন্দেগি, তালাশ, অগ্নিপথ সহ নামকড়া সব সিনেমার অ্যাকশান স্টান্ট-এর পরিচালক।
এছাড়া এ ছবির মাধ্যমে সঙ্গীতায়োজক হিসেবে অভিষেক ঘটছে ভারতের সারেগামা খ্যাত বাংলাদেশি তরুণ কন্ঠশিল্পী মইনুল হাসান নোবেল-এর। তার পরিচালনায় এ ছবিতে গানে কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মল্লিক ও গায়িকা পলক মুচ্ছাল। বাংলাদেশ থেকে থাকছেন কণা ও ইমরান।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
২০২২ এর ৭ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
৩ বছর আগে