বিএনপি-পুলিশ সংঘর্ষ
নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নাটোরে বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: গণঅনশনে স্বাস্থ্যবিধি না মানায় বিএনপির সমলোচনায় স্বাস্থ্যমন্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতা কর্মীরা। এক পর্যায়ে নেতা কর্মীদের চাপে সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও বেশ কয়েক রাউন্ড টেয়ার শেল নিক্ষেপ করে।
৩ বছর আগে