শিক্ষক গ্রেপ্তার
মাগুরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অলোক কুমার মৌলিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পুলিশ লাইন্স এলাকার একটি বাসায় ঐ ছাত্রী প্রাইভেট পড়তে গেলে সহপাঠীদের ছুটি দিয়ে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর উপর নিপীড়ন চালান। এ বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের মূল হোতা গ্রেপ্তার
তিনি আরও বলেন, নিপীড়নের শিকার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্তের বিচারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের হুমকি দিলে সদর থানায় এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়। ওই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গতকাল মাগুরা শহর থেকে গ্রেপ্তার করা হয়।
নিপীড়নের শিকার মেয়েটির মা অভিযোগ করেন, বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উপরন্তু বিভিন্ন মহলকে দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দিয়ে অপমান করা হয়েছে। ঘটনাক্রমে মেয়ের সহপাঠীরা বিষয়টি জানতে পেরে তাদের ক্ষুব্ধতা প্রকাশ করেছে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয়ের শিক্ষকরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
১৮ দিন আগে
খুলনায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
খুলনার তেরোখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের খড়বাড়িয়া গ্রামের খাদিজাতুল কোবরা (রা) মহিলা দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিক্ষক মো. আলাউদ্দিন শিকদারের বিরুদ্ধে।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে শনিবার (২৩ নভেম্বর) সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে মাদরাসার শিক্ষক আলাউদ্দিন শিকদার ক্লাস নেওয়ার সময় বিভিন্ন অযুহাতে ছাত্রীর শরীরে স্পর্শ করে।
আরও পড়ুন: নওগাঁয় ব্যবসায়ী সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভুক্তভোগী শিক্ষার্থী মাদরাসা থেকে বাড়িতে ফিরে কান্নাকাটি করলে তার মা কারণ জিজ্ঞেস করলে সে ওই ঘটনার কথা খুলে বলে।
প্রতিবেশীরা আলাউদ্দিন শিকদার সম্পর্কে জানান, পূর্বেও ওই শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন। মাদরাসার এক ছাত্রীকে বিয়ে করে তিন বছর পর তালাক দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহু ও হামাসের নিহত কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
১৫৯ দিন আগে
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার আবদুল মালেক (৩৫) সাতকানিয়া উপজেলার পুরাণগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকার স্থানীয় একটি মক্তবের (আরবি শিক্ষার প্রতিষ্ঠান) শিক্ষক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগ, তার মেয়ে ওই শিক্ষকের কাছে গিয়ে নিয়মিত আরবি পড়তো। গত ১৭ নভেম্বর মক্তব ছুটি হওয়ার পর ওই শিশুকে আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক। শনিবার রাতে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি মাকে জানায়। পরে ওই রাতে ধর্ষণের অভিযোগে শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
১২৫৬ দিন আগে