সড়কে প্রাণ গেল প্রবাসীর
দেশে ফিরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর
চট্টগ্রামে ফটিকছড়িতে দেশে ফেরার পাঁচ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে উপজেলার বারৈয়ারহাট আনন্দ ক্লাবের সামনে টার্নিং পয়েন্টে সড়ক এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মুন্না (৩৫) উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের চরগাঁওপাড়া এলাকার নুরুল আলমের ছেলে ও দুবাই প্রবাসী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহাসড়কের পাশে আব্দুর রহিমের মোটরসাইকেলটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার তিনি প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে আসার মাত্র পাঁচ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুক্তার হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়।
৩ বছর আগে