আলেক্সাজান্ডার দ্য ক্রো
ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
সোমবার প্রতিবেশি দেশ বেলজিয়াম সফর থেকে ফিরে আসার কয়েক ঘণ্টা পর ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
ফরাসি প্রধানমন্ত্রী করোনায় পজিটিভ শনাক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই তার সাথে বৈঠকে অংশ নেয়া বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রো এবং অন্যান্য চার মন্ত্রী সোমবার সকাল থেকে কোয়ারেন্টাইনে চলে গেছেন।
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স কোয়ারেন্টাইনে থেকে আগামী ১০ দিন তার কার্যক্রম চালিয়ে যাবেন।
কাস্টেক্সের ভাইরাসের কোনও লক্ষণ রয়েছে কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা মন্তব্য করেননি।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ২৫ কোটি ৮১ লাখ ছাড়াল
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ব্রাসেলসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রুর সাথে একটি বৈঠক থেকে ফিরে আসার পর কাস্টেক্সের কন্যার করোনা শনাক্তের খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী তার নমুন পরীক্ষা করেন এবং পজিটিভ শনাক্ত হয়।
এদিকে, ফ্রান্সের জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকা দেয়া হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাইরাস সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়েছে। দেশটিতে ভাইরাসের সাথে যুক্ত হাসপাতালে ভর্তি এবং মৃত্যুও বাড়ছে, যদিও আগের ঊর্ধ্বগতির সংকটের চেয়ে অনেক নীচে রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত ডিসেম্বরে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।
পড়ুন: করোনার বিধিনিষেধ: বেলজিয়ামে কয়েক হাজার মানুষের বিক্ষোভ
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের
২ বছর আগে