লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি
হাসপাতালের বারান্দায় নারীর লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি!
চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোমাবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত কোহিনুর আক্তার (৩০) উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
আরও পড়ুন: সুরমা নদী থেকে নারীর লাশ উদ্ধার
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শোয়েব আহমেদ চিশতী জানান, সোমবার কোহিনুরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তখন লাশ বারান্দায় রেখে স্বামী ও শাশুড়ি উভয়ে হঠাৎ গা ঢাকা দেয়!
মৃত নারীর বাবা আলমগীর হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মেয়ে লাশ হয়ে পড়ে আছে। তবে কী কারণে মেয়ের মৃত্যু হয়েছে কিছু জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: পাবনায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ জানান, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
৩ বছর আগে