শিপিং লাইন স্থাপন
চট্টগ্রামের সাথে সরাসরি শিপিং লাইন স্থাপন করবে মালদ্বীপ
চট্টগ্রাম ও মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেন দেশটির দু’জন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ড. মোমেন মালদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা সেদেশের অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন।
বৈঠকে বাংলাদেশ থেকে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করে মালদ্বীপ।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেন। তারা দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জীবন ও কাজ আমাদের আলোকিত করে: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
ড. মোমেন বলেন, ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের জন্যবাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং চলতি বছরের ১৭-১৯ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেয়ার জন্য ড. মোমেন ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।
এর আগে ফয়সাল ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় আসেন।
সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা
৩ বছর আগে