ভর্তি বিজ্ঞপ্তি
সব বিভাগের শিক্ষার্থীদের আর্মি আইবিএ-তে পড়ার সুযোগ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধিভুক্ত আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) এর স্নাতক প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ঢাকার সাভার সেনানিবাসে অবস্থিত এই ইনস্টিটিউটে শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামের জন্য জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন করতে পারবেন। চলতি বছরের ১ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হলেও আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর।
আর্মি আইবিএ’র চার বছরের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে আবেদনের জন্য বাংলা মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের যে কোন বিভাগ/গ্রুপ থেকে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ যথাক্রমে ৩.৫০ ও ৩.২৫ এবং একত্রে ন্যূনতম জিপিএ ৭.০০ থাকা আবশ্যক। ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের জিসিই ও-লেভেলে ও জিসিই এ-লেভেলে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট যথাক্রমে ২.৫০ ও ২.০০ এবং একত্রে ন্যূনতম ৬.০০ থাকতে হবে।
আরও পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক ও প্রফেসর, মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব) বলেন, ‘আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সেশনজট মুক্ত একটি আদর্শ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা, শিক্ষক ও অনুষদবর্গ অত্যন্ত মেধাবী ও দক্ষ। নিবিড় তত্ত্বাবধানে এখানে প্রতিটি সামরিক ও বেসামরিক শিক্ষার্থীকে পাঠদান করা হয়। মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।’
আর্মি আইবিএ’র সহকারী অধ্যাপক আফজাল হোসাইন জানান, নির্বাচিত বাংলাদেশি আবেদনকারীদের লিখিত ও মৌখিক প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা সরাসরি https://linktr.ee/armyibasavar লিংকে প্রবেশ করে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন।
আর্মি আইবিএ’র চলতি বছরের ভর্তি কার্যক্রমে সহযোগিতা করছে থ্রু ইডি লিমিটেড। ভর্তি পরীক্ষার সময়সূচি,ফি প্রদান ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে,আর্মি আইবিএ’র অফিসিয়াল ওয়েবসাইট: www.aibasavar.edu.bd তে।
আরও পড়ুন: ঢাবির 'গ' ইউনিটের ফলাফল প্রকাশ: পাসের হার ২১.৭৫ শতাংশ
৩ বছর আগে