মাহমুদুল্লাহ
টেস্ট ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ’র বিদায়
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ার ইতি টানার কথা জানিয়েছে।
বুধবার বিসিবির দেয়া এক বিবৃতিতে মাহমুদুল্লাহকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যে ফর্ম্যাটে আমি এতদিন ধরে খেলেছি,হঠাৎ করে সেটা ছেড়ে দেয়া সহজ না। আমি সবসময়ই ভাল কিছু করার চেষ্টা করেছি। তবে আমি বিশ্বাস করি আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।”
মাহমুদুল্লাহ আরও বলেন, “আমি বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাই, টেস্ট দলে ফেরার পরে সবসময় আমাকে সমর্থন করার জন্য। আমাকে উৎসাহিত করা এবং আমার ক্ষমতার ওপর বিশ্বাস রাখার জন্য আমার সতীর্থ এবং সহায়তাকারীদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট খেলাতে পারাটা পরম সম্মান এবং মর্যাদার বিষয়, এসব স্মৃতি আমার মনে থাকবে।”
এর আগে গত বছর টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মাহমুদুল্লাহ সেসময় তাকে বাদ দিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আরও পড়ুন: সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন
চলতি বছরের জুলাইয়ে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ তার ক্যারিয়ারের ৫০তম এবং শেষ টেস্ট খেলে। সে ম্যাচে বাংলাদেশ ২২০ রানের জয়ের রেকর্ড করে। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ১৫০ রান করেন যা তার টেস্ট ইতিহাসে পঞ্চম সেঞ্চুরি। ওই ম্যাচ সেরা হন মাহমুদুল্লাহ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যাপ ফিরে পান এই অলরাউন্ডার। টেস্টে তার গড় রান রেট ৩৩ দশমিক ৪৯, এবং সর্ব মোট রান দুই হাজার ৯১৪। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেয়া মাহমুদুল্লাহর মোট উইকেট সংখ্যা ৪৩। ছয়টি টেস্টে তিনি বাংলাদেশ দলের হয়ে অধিনায়কত্ব করেছেন।
তবে ডানহাতি এই অলরাউন্ডার আন্তর্জাতিক পর্যায়ে সীমিত ওভারের ক্রিকেট (ওয়ান ডে) ম্যাচ খেলবেন।
আরও পড়ুন: 'সেক্সটিং' কেলেংকারি: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদত্যাগ
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
৩ বছর আগে