ইংলিশ চ্যানেল
ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু
ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে একটি রাবারের নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) ফ্রান্সের কর্তৃপক্ষ এসব হতাহতের তথ্য জানিয়েছে।
ওই অঞ্চলের দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ফ্রান্সের বুলোন-সুর-মের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের রাবারের নৌকাটি ফুটো হয়ে ডুবে যায়। ফরাসি উপকূলরক্ষী বাহিনী ৬৩ জনকে উদ্ধার করেছে।
কর্তৃপক্ষের দপ্তর জানিয়েছে, শুক্রবার ভোরে ফরাসি নৌবাহিনীর একটি টহল নৌযান ফরাসি উপকূলে ভেসে আসা নৌকাটি দেখতে পায়। বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকজন 'পানিতে ডুবে যাচ্ছিলেন এবং অন্যরা তখনও ফুটো রাবারের নৌকাটি আঁকড়ে ধরে ছিলেন।’
নৌবাহিনীর জাহাজ, একটি মাছ ধরার নৌকা এবং একটি নৌবাহিনীর হেলিকপ্টার এই উদ্ধার অভিযানে যোগ দেয়। জীবিতদের চিকিৎসা ও অস্থায়ী আশ্রয়ের জন্য বুলোনের তীরে নিয়ে আসা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীরা ব্যস্ত ইংলিশ চ্যানেল অতিক্রম করার চেষ্টার সময় ডুবে যাওয়ার ঝুঁকি নেয়। অভিবাসন প্রত্যাশীরা প্রায়ই সমুদ্রে চলাচলের অযোগ্য নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি চড়ে থাকে।
চ্যানেল এবং উত্তর সাগরের জন্য দায়িত্বপ্রাপ্ত ফরাসি সামুদ্রিক কর্মকর্তারা বিপজ্জনক যাত্রায় জড়িত অনেক ঝুঁকির কারণে চ্যানেলটি অতিক্রম করার পরিকল্পনা করা যে কাউকে পুনর্বিবেচনা করতে সতর্ক করেছেন। চ্যানেলটি বিশ্বের ব্যস্ততম নৌপথগুলোর মধ্যে একটি। এই চ্যানেল দিয়ে প্রতিদিন ৬০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
আরও পড়ুন: গত ৭ দিনে লিবিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৩০৩ অভিবাসীকে: আইওএম
কর্মকর্তারা বলেছেন, বছরে ১২০ দিন প্রবল বাতাসের কারণে আবহাওয়া পরিস্থিতি প্রায়শই প্রতিকূল হয়।
এক বিবৃতিতে তারা বলেছে, 'সমুদ্রকে শান্ত মনে হলেও এটি বিপজ্জনক।’
অভিবাসন ইস্যু নিয়ে কাজ করা ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার ছয়টি নৌকায় ৪১৯ জন অভিবাসন প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন। এর ফলে ২০২৪ সালে দেশটিতে অস্থায়ী অভিবাসন প্রত্যাশীর সংখ্যা মোট ১৪ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে।
গত মাসে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় একটি ছোট নৌকা দুর্ঘটনার কবলে পড়লে ব্রিটিশ কর্তৃপক্ষ সাগর থেকে ৮০ জন অভিবাসীকে উদ্ধার করে।
যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে আনুমানিক ৩০ হাজার মানুষ এই সীমান্ত অতিক্রম করেছে।
আরও পড়ুন: মৌরিতানিয়ায় সাগরের উপকূল থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার
৩ মাস আগে
ইংলিশ চ্যানেলে অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৩১
ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার জন্য অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে বুধবার নৌকাডুবির ঘটনায় অন্তত ৩১ জন মারা গেছে। এ ঘটনাকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন তার দেখা সবচেয়ে বিপর্যয় বলে মন্তব্য করেছেন।
জেরাল্ড ডারমানিন বলেন, নৌকায় ৩৪ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ ৩১টি মৃতদেহ উদ্ধার করেছে যাদের মধ্যে পাঁচজন নারী এবং একটি অল্পবয়সী মেয়ে রয়েছে। দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজনকে এখনও নিখোঁজ রয়েছে।
অবশ্য আঞ্চলিক সামুদ্রিক কর্তৃপক্ষ যারা উদ্ধার অভিযানের তদারকি করে, তারা পরে বলেছেন যে, ২৭টি মৃতদেহ পাওয়া গেছে, দুজন বেঁচে আছেন এবং অন্য চারজন নিখোঁজ এবং ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। সংখ্যার অমিল তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা করা হয়নি।
আরও পড়ুন: আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় আরও ৭ লাখ মানুষ মারা যাবে: ডব্লিউএইচও
আফগানিস্তান, সুদান, ইরাক, ইরিত্রিয়া বা অন্য সংঘাত ও দারিদ্র্যপীড়িত দেশ থেকে পালিয়ে আসা লোকেরা ফ্রান্সে আশ্রয় নেয়ার পর আরও ভালো সুযোগ পাওয়ার আশায় বিপজ্জনক যাত্রার ঝুঁকি নিচ্ছে। ২০২০ সালের তুলনায় এই বছর শরণার্থীদের যাত্রা তিনগুণ বেড়েছে এবং শুধুমাত্র বুধবারই ফ্রান্সের জলসীমায় আরও ১০৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
ফরাসি বন্দর নগরী ক্যালাইসে ডারমানিন সাংবাদিকদের বলেন, ডুবে যাওয়া নৌকার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বুধবার চার সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে পরে আদালতে হাজির করা হয়।
তিনি বলেন, ‘এই লোকদের সমুদ্রে মারা যাওয়া দেখা ফ্রান্স, ইউরোপ সর্বোপরি মানবতার জন্য একটি শোকের দিন।’
আরও পড়ুন: বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪৫
ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
২ বছর আগে