মা-মেয়ে
বাগেরহাটে মা-মেয়ে খুন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৩৮ বছর বয়সী এক মা ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাপিয়া বেগম উত্তর রাজাপুর গ্রামের আবু জাফর হাওলাদারের স্ত্রী। তার মেয়ে সওদা জেনির বয়স ৬ বছর।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার
স্থানীয়দের অভিযোগ, একদল দুর্বৃত্ত ওই নারীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, ঘটনাস্থলেই জেনি মৃত্যুবরণ করে।
পাপিয়াকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আমরা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি এবং হত্যাকাণ্ডের তদন্ত করছি।
আরও পড়ুন: মাদারীপুরে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ
৫৯৪ দিন আগে
রাজধানীর বাড্ডায় মা-মেয়ের লাশ উদ্ধার, স্বামী আটক
রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় বুধবার নিজ বাসা থেকে ৩৩ বছর বয়সী এক নারী ও তার ১০ বছর বয়সী মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিহতরা হলেন- এসএম সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী সানজা মারওয়া।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে বৃষ্টি ও সানজার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সেলিমকেও আটকও করা হয়েছে।
বৃষ্টির মামা সোহেল শিকদার জানান, সেলিমের দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
তিনি আরও বলেন, সেলিম ও বৃষ্টি প্রায়ই বিষয়টি নিয়ে ঝগড়া করত।
এই দম্পতির আট মাস বয়সী আরও একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন: র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর তদন্ত ২ মাসের মধ্যে শেষ করুন: হাইকোর্ট
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২১১
৬৫৩ দিন আগে
নরসিংদীতে মা-মেয়ের ওপর দিয়ে চলে গেছে বাস
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মরজাল এলাকার টুম্পা বেগম (২৬) ও নিশি আক্তার (৬)।
হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, টুম্পা নিশিকে তার স্কুলে নিয়ে যেতে বাড়ি থেকে বের হয়। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
ঘটনাস্থলেই নিশির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত, আহত ৪৫৪: আরএসএফ
স্থানীয়রা বাসের নিচ থেকে টুম্পাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় যাওয়ার পথে টুম্পা মারা যান।
স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
৬৯৬ দিন আগে
গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের দেশী পাড়া এলাকা থেকে বুধবার রাতে ২৫ বছরের নারী ও তার পাঁচ বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সুরমা নদী থেকে নারীর লাশ উদ্ধার
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র জানান, নগরের দেশী পাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়ের গলা কেটে হত্যা করেছে।
আরও পড়ুন: পাবনায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
রিপন চন্দ্র জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
১২১৯ দিন আগে