মা-মেয়ের লাশ উদ্ধার
গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের দেশী পাড়া এলাকা থেকে বুধবার রাতে ২৫ বছরের নারী ও তার পাঁচ বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সুরমা নদী থেকে নারীর লাশ উদ্ধার
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র জানান, নগরের দেশী পাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়ের গলা কেটে হত্যা করেছে।
আরও পড়ুন: পাবনায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
রিপন চন্দ্র জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
৩ বছর আগে