কুমিল্লায় কাউন্সিলর হত্যা
কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।
এই সময় হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে কার্যকারী পদক্ষেপে নেয়া না হলে সিটি করপোরেশনের সকল সেবামূলক কাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: খুলনায় ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘোষণা দেয়া হয়।
মানববন্ধনে সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, প্যানেল মেয়র জমিরুদ্দিন খান জম্পি, কাউন্সিলর মাসুদুর রহমান, সরকার মো. জাবেদসহ অন্যান্যরা বক্তব্য দেন। পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেয়া হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
উল্লেখ্য, গত ২২ নভেম্বর (সোমবার) বিকালে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এজহারভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ বছর আগে