সড়ক নিরাপত্তা
সড়ক নিরাপত্তায় সার্বিক পদক্ষেপ বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সড়ক নিরাপত্তার জন্য সার্বিক পদক্ষেপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সড়ক নিরাপত্তার উন্নয়নে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গুতেরেস বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে দুর্বল অবকাঠামো, অপরিকল্পিত নগরায়ন, শিথিল সামাজিক সুরক্ষা,স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সীমিত সড়ক নিরাপত্তা জ্ঞান ও অসমতার বিষয়গুলো ঘনিষ্ঠভাবে জড়িত।
অনিরাপদ সড়ক উন্নয়নের প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ২৮ মাসে ১৬৭৪ শিশুর মৃত্যু
মহাসচিব বলেন, সড়ক দুর্ঘটনাগুলো একজন উপার্জনকারীর মৃত্যু বা তার জন্য চিকিৎসা খরচবৃদ্ধির মাধ্যমে পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। এসব কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর জিডিপির ২ থেকে ৫ শতাংশ হারায়৷
জাতিসংঘের সংস্থাগুলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং আহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি জাতিসংঘ সড়ক নিরাপত্তা তহবিলের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি অবদান বাড়াতে সকল দাতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা জীবন বাঁচাতে পারি, উন্নয়নে সহায়তা করতে পারি এবং আমাদের বিশ্বকে নিরাপদ সড়কের দিকে নিয়ে যেতে পারি।
আরও পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
২ বছর আগে
নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত
নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যুর প্রতিবাদে ও সড়ক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে।
বুধবার সড়ক দুর্ঘটনায় নাইমের মৃত্যুর প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বর, ফার্মগেট, উত্তরার আজমপুর, আসাদগেট, মিরপুর, গুলিস্তান ও বেইলি রোডের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভের কারণে নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
৩ বছর আগে