বিপ্লব বড়ুয়া
গাজীপুর শাখার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল
সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হওয়া জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত করে মো. আতাউল্লাহ মন্ডলকে গাজীপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আতাউল্লাহকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মনোনীত করেছে।
বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে আজীবন বহিষ্কার করে আওয়ামী লীগ। ফলে গত ১৯ নভেম্বর এই পদটি শূন্য হয় এবং তিনি দলের প্রাথমিক সদস্যপদও হারান।
জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন: ‘গাজীপুরের মেয়রের বিষয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে’
গাজীপুরে ২০৬ হাসপাতাল-ক্লিনিক কেনো বন্ধ হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট
৩ বছর আগে