ক্রিকেট ব্যাট
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ব্যাট দিয়ে ২২ বছরের যুবককে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া (২২) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আশ্রাফবাদ মাদরাসা মাঠে এই ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার আশ্রাফবাদ গ্রামে। তার বাবার নাম শিরন মিয়া।
স্থানীয়রা জানান, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। খেলতে খেলতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাথাড়ি পেটায়।
আরও পড়ুন: সিলেটে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা
এ সময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জসিমের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, ‘ক্রিকেট খেলার সময় হঠাৎ করে ইমন আমার ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে থাকে। সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর ডাক্তার বলেছে আমার ভাই মারা গেছে। আমি এর কঠিন বিচার চাই।’
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহমত উল্লাহ পাভেল বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি। একপর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায় ইমন। হাসপাতালে আনার পর জসিম মারা যায়। ইমনকে ধরার জন্য আমরা অভিযানে আছি।’
আরও পড়ুন: বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
নওগাঁয় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
১ বছর আগে
চট্টগ্রামে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন, আটক ২
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক ব্যক্তিকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে খাজা রোড খালাসী পুকুর পাড় এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইয়াকুব (৫৬)। এঘটনায় পুলিশ নাবিল ও আক্কাস নামে দুই জনকে আটক করেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, বাড়ীর প্রবেশের রাস্তার স্পিডব্রেকার ভাঙার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে ঝগড়ার এক পর্যায়ে বাবা ছেলে মিলে ক্রিকেটের ব্যাট দিয়ে ইয়াকুবকে পিটিয়ে আঘাত করে। এতে ইয়াকুব মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঈনুর বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে এবং আরও দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হানিফ পরিবহনের ধাক্কায় নিহত ২
চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা
৩ বছর আগে