অ্যাশেজ
প্রথম বাংলাদেশি হিসেবে স্পটিফাইয়ে আমন্ত্রিত অ্যাশেজের জুনায়েদ ইভান
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাই-এ আমন্ত্রিত হলেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শিল্পী জুনায়েদ ইভান।
বুধবার দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ইভান।
এ সময় উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীত জীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইয়ের স্টুডিওতে লাইভ গান করেন ইভান।
আরও পড়ুন: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
নির্মাণ করা হয় একটি বিশেষ প্রোমোশনাল কন্টেন্ট। শুধু তাই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমকলাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।
দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট অ্যান্ড লেবেল পার্টনারশিপ কো-অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো-অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।
দুবাই থেকে ইভান জানান, 'সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইয়ের নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশ কিছু চমকলাগা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কি ধরণের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় আমাকে তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজ-এর সঙ্গেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা।'
শুধু তাই নয়, নতুন বছরে বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগী হিসেবে যুক্ত হবে স্পটিফাই। 'এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর।' - বলেও জানান ইভান।
আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হল যাত্রা শুরু করেছে স্পটিফাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাইয়ে অবস্থিত স্পটিফাই এর কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।
আরও পড়ুন: ‘অর্থহীন’ ফিরল অর্ধযুগ পর
আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
২ বছর আগে
সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
টানা হারের পর সমালোচনার মধ্যে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক থেকে সরে দাঁড়ালেন জো রুট। ২০১৭ সাল থেকে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ছিলেন।
এক বিবৃতিতে রুট বলেন, ‘আমি আমার দেশকে নেতৃত্ব দিতে ভালোবাসি, কিন্তু সম্প্রতি এটা আমার ওপর কতটা ক্ষতিকর এবং খেলা থেকে দূরে থাকা আমার ওপর প্রভাব ফেলেছে তা দেখেছি।’
পাঁচ বছরের টেস্ট অধিনায়কত্বে রুট ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ২৭টি জয় পেয়েছেন। তবে তার অধীনে ইংল্যান্ড সর্বশেষ ১৭টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে।
এছাড়া সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পরই রুটের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর গত মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর সমালোচনা আরও বাড়তে থাকে।
২০১৭ সালে অ্যালিস্টার কুকের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব নেয়া ৩১ বছর বয়সী রুট বলেন, ‘এটি আমার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার পরিবার এবং কাছের স্বজনদের সাথে এটি নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয়েছে এই সিদ্ধান্ত নেয়ার এখনই সঠিক সময়।’
কুকের পর ইংল্যান্ডের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট জানিয়েছেন, তিনি অধিনায়কের দায়িত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন।
রুট দায়িত্ব ছাড়ার পর বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি
২ বছর আগে
মানসিক স্বাস্থ্য বিবেচনায় অনির্দিষ্টকালের বিরতি নিচ্ছেন টিম পেইন
মানসিক স্বাস্থ্য বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেট অধিনায়ক টিম পেইন। ফলে প্রথম অ্যাশেজ টেস্ট মিস করতে যাচ্ছেন তিনি।
২০১৭ সালে একজন নারী সহকর্মীকে অনুপযুক্ত টেক্সট পাঠানোর সাথে জড়িত থাকার কেলেঙ্কারির প্রকাশের পরে পেইন অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন। এর এক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার পেইনের বদলি হিসেবে ফাস্ট বোলার প্যাট কামিন্সের নাম ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ বলেছে যে পেইন জানিয়েছে সে কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে সরে থাকবে।
আরও পড়ুন: 'সেক্সটিং' কেলেংকারি: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদত্যাগ
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি এক বিবৃতিতে বলেছেন, আমরা স্বীকার করি যে এটি টিম এবং তার পরিবারের জন্য অবিশ্বাস্যভাবে কঠিন সময়। আমরা তাদের সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তার এবং তার পরিবারের মঙ্গলের দিকে লক্ষ্য রেখে এই সময়ে বিরতি নেয়ায় টিমের সিদ্ধান্তকে সম্মান করছি আমরা।
শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাসমানিয়ার একদিনের ম্যাচে ব্যাট করতে পেইনকে ডাকা হয়েছিল। তবে ক্রিকেট তাসমানিয়া (সিটি) শুক্রবার বলেছে যে পেইন তাদের দলে জায়গা নেবেন না।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
সিটি এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টার আলোচনার পর, টিম পেইন ক্রিকেট তাসমানিয়াকে জানিয়েছেন তিনি অদূর ভবিষ্যতের জন্য সমস্ত ধরণের ক্রিকেট থেকে অনুপস্থিতির ছুটি নেবেন। এই সময় ক্রিকেট তাসমানিয়া তার পরিবারকে পেশাদার এবং ব্যক্তিগতভাবে সমর্থন করতে পাশে থাকবে।
টেস্টে পেইনের পরিবর্তে উইকেটরক্ষক হতে পারে অ্যালেক্স ক্যারি বা জোশ ইঙ্গলিস।
২ বছর আগে