ময়লা বহনকারী ট্রাক
নটর ডেম কলেজছাত্রের মৃত্যু: ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার
নটর ডেম কলেজের এক ছাত্র নিহতের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লা বহনকারী ট্রাকের মূল চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হারুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।
র্যাব সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন স্বীকার করেছে যে তিনি ২০২০ সাল থেকে নিয়মিত ময়লা ফেলার ট্রাক চালাচ্ছে। বুধবার সে অনুপস্থিত থাকার কারণে তার সহযোগী রাসেল খান গাড়িটি চালায়।
তবে, চালকদের কারোরই ড্রাইভিং লাইসেন্স নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত
এর আগে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ময়লা বহনকারী ট্রাকচালক রাসেল খানকে তিন দিনের রিমান্ডে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম।
বুধবার রাজধানীর গুলিস্তান এলাকার গোলচত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম হাসান (১৭) নিহত হন।
পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
৩ বছর আগে