খোরশেদ আলম টিটু
ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে সন্ত্রাসীদের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ভোলা সদর উপজেলার নাসির মাঝি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম টিটু (৩৫) উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাই নগর গ্রামের তছির আহম্মেদের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মদনপুর থেকে যাত্রীবাহী ট্রলারে নাসিরমাঝি ঘাটে ফেরার সময় একটি স্পীডবোটে গুলি ছোড়া হয়। এতে একজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পীডবোটটি জব্দ করেছে।
ওসি বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
পড়ুন: কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
বান্দরবানে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
৩ বছর আগে