ময়লাবাহী গাড়ি
ডিএনসিসির সেই ময়লাবাহী গাড়ির চালক গ্রেপ্তার
রাজধানীর মগবাজারের ছাপাখানার ব্যবসায়ী আহসান কবির খান (৪৮) নিহতের ঘটনায় শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লা ফেলার ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (২৩) বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটির বিপরীতে ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নিহত হন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
৩ বছর আগে