চালক গ্রেপ্তার
বরিশালে ঘাতক বাসের চালক গ্রেপ্তার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জামিল হোসেন (২৭) নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলির ছেলে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাত ১১টায় বাস চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, গত বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। মিম ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-কুয়াকাটা- বরগুনা-ভোলা আঞ্চলিক মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করেছিল শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে তারা সড়ক থেকে চলে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
২ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার রাকিবুল হাসান রনি (১৯) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
কুমিল্লা র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রবিবার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বুড়িচং সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে স্বপন বাদী হয়ে বুড়িচং থানায় ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার রনিকে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ বছর আগে
মাগুরায় ট্রাকচাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা (৩) একই গ্রামের টাইলস মিস্ত্রি গোলাম নবীর মেয়ে।
এই ঘটনায় ড্রাম ট্রাকসহ চালক হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুখদেব রায় জানান, শুক্রবার দুপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকটি মাঝাইল পুরাতন ফেরীঘাট থেকে ওয়াবদা মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু সাইমাকে ড্রাম ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ঘটনায় এলাকাবাসী ড্রাম ট্রাকটি আটকে রেখে রামনগর হাইওয়ে পুলিশ ও নাকোল পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক হাবিবকে আটক করে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় শিক্ষক নিহত
এদিকে এলাকাবাসী ওই সড়কে ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবিতে এবং নিহতের বিচার চেয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
এই ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে
ডিএনসিসির সেই ময়লাবাহী গাড়ির চালক গ্রেপ্তার
রাজধানীর মগবাজারের ছাপাখানার ব্যবসায়ী আহসান কবির খান (৪৮) নিহতের ঘটনায় শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লা ফেলার ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (২৩) বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটির বিপরীতে ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নিহত হন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
২ বছর আগে