আহত আ’লীগ কর্মীর মৃত্যু
শরীয়তপুরে নির্বাচনী সহিংসতা: আহত আ’লীগ কর্মীর মৃত্যু
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগের কর্মীর মৃত্যু হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: মাদারীপুরে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত বৃদ্ধের মৃত্যু
মৃত আবদুর রাজ্জাক মোল্লা (৬০) আংগারিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের চরযাদবপুর গ্রামের বাসিন্দাও রাজ্জাক মোল্লা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তারের সমর্থক।
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, গত ৭ অক্টোবর ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থক ও প্রতিদ্বন্দ্বীর মধ্যে সংঘর্ষে আব্দুর রাজ্জাক আহত হন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নির্বাচনী সহিংসতায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫
তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে এবং আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
৩ বছর আগে