অসুস্থ হাজতির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ হাজতির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত বাচ্চু মিয়া (৪০) জেলা শহরের আরামবাগ এলাকার মৃত বিশুর ছেলে।
আরও পড়ুন: নাটোরে কারাগারে হাজতির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার মজিবুর রহমান মজুমদার জানান, বাচ্চু মিয়া মাদক মামলার আসামি ছিলেন। শুক্রবার পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিকাল সোয়া ৩টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টা ৭ মিনিটে তিনি মারা যান।
তিনি জানান, হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
৩ বছর আগে