নওগাঁও
নওগাঁয় শিক্ষার্থীর হাতে ধরা পড়লো রাসেল ভাইপার!
নওগাঁর ধামইরহাট সীমান্তে এলাকা থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের পূর্ব পাশে ঘুকসি বিল থেকে সাকিব হাসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী সাপটিকে ধরে নেট জালে বন্দি করে।
সাপটির দৈর্ঘ প্রায় ৫ ফুট।
জানা গেছে, শনিবার বিকালে ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে সাকিব হাসান গ্রামের পূর্ব পাশে ঘুকসি বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে অল্প পানিতে একটি বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পায়। পরে কৌশলে সে সাপটিকে ধরে নেট জালে বন্দি করে বাড়িতে নিয়ে আসে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
এখবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন বিভাগের ধামইরহাট উপজেলার পাইকবান্ধা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, রাসেল ভাইপার একটি বিষধর সাপ। স্থানীয়ভাবে এটি চন্দ্রবোড়া নামে পরিচিত।
ধারণা করা হচ্ছে, সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। সাপটি উদ্ধার করে রাখা হয়েছে। সাপটি রাজশাহী বিভাগের বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
২ বছর আগে
নওগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোর রাতে ভারতের কেদারীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এরপর সকালে ভারতের মালদা জেলার হরিপুর থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে নিশ্চিত করেছে বিএসএফ।
আরও পড়ুন: কালীগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলিতে ২ যুবক নিহতের অভিযোগ
বিএসএফের হাতে আটক মনিরুল ইসলাম উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নওগাঁর ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির জানান, শুক্রবার রাতে নওগাঁর নিতপুর সীমান্ত দিয়ে স্থানীয় আটজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু-মহিষ আনতে যান। এরপর তারা শনিবার ভোররাতে গরু-মহিষ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদা জেলার হরিপুর থানার ভুতপাড়াগ্রাম এলাকায় কেদারিপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মনিরুল ইসলামকে কয়েকটি গরুসহ আটক করে তারা। এরপর শনিবার সকালে ভারতের মালদা জেলার হরিপুর থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে নিশ্চিত করেছে বিএসএফ।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশিদের বাড়িতে বিএসএফ’র হামলার অভিযোগ
তিনি জানান, ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
৩ বছর আগে