ইলেকট্রনিক মিডিয়া
ইউপি নির্বাচনে সহিংসতার জন্য ব্যক্তিগত দ্বন্দ্বকে দায়ী করলেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সহিংসতা মূলত ব্যক্তিগত ও উপদলীয় দ্বন্দ্ব এবং জমি সংক্রান্ত বিরোধের কারণে ঘটেছে।
শনিবার নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সংসদ বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল হক এ কথা বলেন।
তিনি বলেন, বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সারা দেশে প্রথম ও দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের পর নির্বাচন-সম্পর্কিত সহিংসতার প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুন: তাড়াহুড়ো করে ইসি গঠনে আইন করা সঠিক হবে না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সহিংসতার প্রধান কারণ ব্যক্তিগত ও গোষ্ঠী দ্বন্দ্ব, জমি সংক্রান্ত বিরোধ। বিভিন্ন সুবিধাবাদী বা গোষ্ঠী সংখ্যালঘু গোষ্ঠী, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার অবলম্বন করার চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, নির্বাচন সংক্রান্ত সহিংসতার বিষয়ে নির্বাচন কমিশন সজাগ ও সর্তক রয়েছে।
তিনি বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনকে সহিংসতা সম্পর্কে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে একটি চিঠি দেয়া হয়েছে।
আরও পড়ুন: পঞ্চম ধাপে ৭০৭ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি
৩ বছর আগে