এএইচএম মোস্তফা কামাল
কারা অর্থ পাচার করে জানি না, একটি তালিকা আমাকে দেন: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামাল বলেছেন, দেশ থেকে প্রকৃতপক্ষে কারা অর্থ পাচার করছেন তিনি জানেন না এবং বিরোধী দলীয় সাংসদদের অর্থ পাচারকারীদের তালিকা তাঁর কাছে দিতে বলেন। তিনি বলেন, ‘আমি অর্থ পাচার করি না। আমি বিশ্বাস করি আপনারাও করেন না। আপনারা যদি একটি তালিকা না দেন তাহলে আমি কী করে জানব কারা অর্থ পাচার করছেন!’
শনিবার জাতীয় সংসদে ব্যাংকার’স বুক এভিডেন্স বিল-২০২১ এর ওপর আলোচনাকালে বিরোধী দলীয় সাংসদদের তোপের মুখে পড়ে এসব কথা বলেন তিনি।
৩ বছর আগে