রেফ্রিজারেটর
রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ কেন হয়? জেনে নিন প্রতিরোধের উপায়
বাংলাদেশে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের দুর্ঘটনা সাধারণত বিদ্যুৎ সংযোগের ক্রুটিপূর্ণতা, কম্প্রেসারের অতিরিক্ত গরম হওয়া, শর্ট সার্কিট, এবং পুরনো বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ঘটে থাকে।চলুন জেনে নেই ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণ ও প্রতিকার সম্পর্কে আরও বিস্তারিত।
রেফ্রিজারেটরের কম্প্রেসার কি? এটি কিভাবে কাজ করে?
রেফ্রিজারেটরের কম্প্রেসার হচ্ছে ফ্রিজের মূল চালিকা শক্তি, যেটি রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপ দিয়ে সঞ্চালন করায় এবং ঠান্ডা করার পুরো প্রক্রিয়াটি সচল রাখে।
এই যন্ত্রাংশটি রেফ্রিজারেন্ট গ্যাসকে কম চাপ থেকে উচ্চচাপে রূপান্তরিত করে কনডেনসারে পাঠায়, যেখানে গ্যাস তরলে পরিণত হয়ে তাপ বাইরে ছড়িয়ে দেয়। এরপর সেই তরল গ্যাস ইভ্যাপোরেটরে গিয়ে আবার গ্যাসে পরিণত হয় এবং আশেপাশের তাপ শোষণ করে ফ্রিজের ভেতরের অংশকে ঠান্ডা রাখে।
এই পুরো প্রক্রিয়ায় কম্প্রেসার মোটরের সাহায্যে গ্যাসকে বারবার চাপ দেয় এবং সঞ্চালন ঘটায়, যার ফলে ফ্রিজ ক্রমাগত ঠান্ডা হতে থাকে। মূলত কম্প্রেসার ছাড়া ফ্রিজ কোনোভাবেই কাজ করতে পারে না, কারণ এটি না থাকলে গ্যাসের চাপ পরিবর্তন ও সঞ্চালন বন্ধ হয়ে যাবে, আর ফ্রিজ ঠান্ডা করার ক্ষমতা হারাবে।
আরো পড়ুন: গরম পানির গিজার: জনপ্রিয় ব্র্যান্ড, মডেল, ধরন ও দাম
রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের কারণ কি
রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের মূল কারণ সাধারণত কয়েকটি বিষয় থেকে হয়ে থাকে।
প্রথমত, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা তারের সমস্যা হলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে কম্প্রেসার অতিরিক্ত গরম হয় এবং ভেতরে চাপ (Pressure) বেড়ে বিস্ফোরণ ঘটতে পারে।
দ্বিতীয়ত, গ্যাস লিকেজ বা অতিরিক্ত গ্যাস ভরা থাকলে সেটি কম্প্রেসারের ভেতরে অস্বাভাবিক চাপ তৈরি করে এবং তাপমাত্রা বেশি হয়ে গেলে বিস্ফোরণ হতে পারে। তৃতীয়ত, ভেতরে তেল বা গ্যাসের রাসায়নিক বিক্রিয়া (যেমন অশুদ্ধ রেফ্রিজারেন্ট ব্যবহার) হলে তা দাহ্য অবস্থার সৃষ্টি করে।
এছাড়া কম্প্রেসারের ভেতরে ভেন্টিলেশনের সমস্যা বা কুলিং ফ্যান না চললে অতিরিক্ত তাপ জমে যায়, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বদা সঠিক ভোল্টেজ ব্যবহার করা, মানসম্মত স্ট্যাবিলাইজার লাগানো, অনুমোদিত টেকনিশিয়ানের মাধ্যমে সার্ভিস করা এবং নকল বা অশুদ্ধ রেফ্রিজারেন্ট ব্যবহার না করা জরুরি।
আরো পড়ুন: ফ্রিজের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ প্রতিরোধের উপায়
রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ প্রতিরোধের জন্য কিছু বিষয় খুব গুরুত্বের সঙ্গে মেনে চলা প্রয়োজন।
- খেয়াল রাখতে হবে ভোল্টেজ ওঠানামা যেন কম্প্রেসারের ক্ষতি না করে, তাই একটি মানসম্মত ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা নিরাপদ। - সবসময় অনুমোদিত ও সঠিক রেফ্রিজারেন্ট ব্যবহার করতে হবে, কারণ নকল বা ভুল ধরনের গ্যাস ভেতরে অস্বাভাবিক চাপ সৃষ্টি করে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। - নিয়মিত সার্ভিস ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্যাস লিক, বৈদ্যুতিক তার এবং কম্প্রেসারের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত, এতে সম্ভাব্য সমস্যা আগেই ধরা যায়। - ফ্রিজের তার বা প্লাগ যেন কখনও ক্ষতিগ্রস্ত বা ঢিলা না থাকে, কারণ সেখান থেকে শর্ট সার্কিট হতে পারে। - কম্প্রেসারের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, যাতে অতিরিক্ত তাপ জমে না থাকে। - টেকনিশিয়ানদের দিয়ে অতিরিক্ত গ্যাস ভরানো থেকে বিরত থাকতে হবে, কারণ এতে প্রেসার বেড়ে বিস্ফোরণ ঘটতে পারে। - ফ্রিজ সবসময় সমতল স্থানে স্থাপন করতে হবে যাতে কম্প্রেসারের ভেতরে অস্বাভাবিক চাপ তৈরি না হয় - ঘরে অগ্নি-নিরাপত্তার ব্যবস্থা রাখা উচিত। রান্নাঘরে বা ফ্রিজের পাশে ছোট ফায়ার এক্সটিংগুইশার রাখুন, জরুরি সময় কাজে আসবে।
সব মিলিয়ে সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করলে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব।
আরো পড়ুন: মোবাইল ফোন বিস্ফোরণ: কারণ ও বাঁচার উপায়
১০৩ দিন আগে
১০ বছরের ওয়ারেন্টি নিয়ে স্যামসাং এর স্পেসম্যাক্স সিরিজের রেফ্রিজারেটর
গরমকালে রেফ্রিজারেটরের ওপর অধিক চাপ পড়ে, ফলে ফ্রিজে সংরক্ষিত খাবার ঠান্ডা রাখতে ফ্রিজকে বেশি কাজ করতে হয়। এই চাপের ফলে, খাদ্যদ্রব্য ও পচনশীল খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খাবার অপচয় হতে পারে।
গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স বাংলাদেশ নিয়ে এসেছে স্পেসম্যাক্স সিরিজের টু-ডোর ও থ্রি-ডোর বিশিষ্ট সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরের লাইন-আপ।
এই লাইন-আপের রেফ্রিজারেটরে রয়েছে অল-অ্যারাউন্ড কুলিং সিস্টেম। এর ব্যতিক্রমী কৌশলে ডিজাইন করা একাধিক ভেন্টের মাধ্যমে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়। এটি ফ্রিজের সকল জায়গা সমানভাবে ঠাণ্ডা করে। টুইন কুলিং প্লাস প্রযুক্তি নিশ্চিত করে ’১৫ দিনের সতেজতা’।
আরও পড়ুন: বিশেষ শিশুদের জন্য স্যামসাং-ফেয়ার ইলেকট্রনিকসের আর্ট ক্যাম্প
ফ্রিজ ও ফ্রিজার উভয় কম্পার্টমেন্টের জন্য এতে রয়েছে ডাবল ইভাপোরেটর এবং ডাবল কুলিং ফ্যান ফলে দুই কম্পার্টমেন্ট আলাদাভাবে ঠাণ্ডা হয় এবং ফ্রিজার থেকে ফ্রিজে গন্ধ ছড়ায় না। এছাড়া, দীর্ঘস্থায়ী স্যামসাং ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এই কম্প্রেসার তাপমাত্রার প্রয়োজনীয়তা অনুসারে সাতটি কুলিং লেভেলে স্বয়ংক্রিয়ভাবে এর গতি সামঞ্জস্য করে এবং এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করে। সার্টিফিকেশন অনুযায়ী কম্প্রেসরটি ২১ বছর চলবে এবং সাথে থাকছে ১০ বছরের ওয়ারেন্টি।
গ্রাহকরা স্যামসাং আউটলেট বা ওয়েবসাইট (www.samsung.com/bd) ভিজিট করে গ্রীষ্মের উপযোগী রেফ্রিজারেটরের বিশেষ লাইন-আপ থেকে তাদের পছন্দের মডেলটি বেছে নিতে পারবেন।
আরও পড়ুন: বাজারে উন্মোচিত ‘স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা’
১২৭৫ দিন আগে
সর্বাধুনিক ফিচারের রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার
বাংলাদেশি ক্রেতাদের চাহিদা ও ব্যবহারবিধির কথা বিবেচনা করে বাংলাদেশ দেশের বাজারে নতুন সিরিজের রেফ্রিজারেটর নিয়ে এসেছে সিঙ্গার। এ সিরিজের রেফ্রিজারেটরগুলো দীর্ঘসময় ধরে ফলমূল ও শাক-সবজি সতেজ রাখার পাশাপাশি ভিটামিনও অটুট রাখবে।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপিয়ান ডিজাইন ও প্রযুক্তির এ রেফ্রিজারেটরগুলো আধুনিক বাসা-বাড়ির জন্য বেশ উপযোগী; একইসঙ্গে এর উদ্ভাবনী ‘ফ্রেশ-ও-লজি’ও ‘নিউট্রিলক’ ফিচার মানুষের প্রতিদিনের জীবনকে আরও সহজ ও উন্নত করবে। এ ধরনের উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটরগুলো প্রথমবারের মতো দেশের বাজারে নিয়ে এসেছে সিঙ্গার।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সিরিজের এ রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমএইচএম ফাইরোজ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনা আক্রান্তদের জন্য ভেন্টিলেটর দিল সিঙ্গার ও আর্চেলিক
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডিরেক্টর- টেকনোলজি অ্যান্ড ইনোভেশন হাকান আলতিনিসিক, জেনারেল ম্যানেজার- কর্পোরেট সেলস আসগার হোসেন, সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট ফারহান আজহারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কমকর্তারা।
১৩৯৩ দিন আগে
বিজয়ের ৫০ বছর উদযাপনে সিঙ্গার
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে স্পেশাল এডিশন রেফ্রিজারেটরের ওপর ৫০ শতাংশ ছাড়ের এক অসাধারণ অফার দিচ্ছে। ব্যতিক্রমী ডিজাইনের এই রেফ্রিজারেটরগুলো আমাদের মুক্তিযুদ্ধ ও বিজয় উদযাপনকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
বুধবার সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার রাজিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মাকেটিং ডিরেক্টর জনাব চান্দানা সামারাসিংহে বলেন, ‘বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উদযাপনের অংশ হতে পেরে সিঙ্গার বাংলাদেশ অত্যন্ত গর্বিত। আমাদের ক্রেতাদের জন্য এই উদযাপনকে আরও আনন্দদায়ক করে তুলতে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি বিশেষ সংস্করণের রেফ্রিজারেটরে আমরা আকর্ষণীয় অফার দিচ্ছি।’
আরও পড়ুন: করোনা আক্রান্তদের জন্য ভেন্টিলেটর দিল সিঙ্গার ও আর্চেলিক
এর আগে চলতি বছরের মার্চ মাসে সিঙ্গার বাংলাদেশের এমডি ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে বিশেষ সংস্করণের পণ্য ও অফার সহ একটি বছরব্যাপী কর্মসূচি চালু করে। এই বর্ষপূর্তি উপলক্ষে আমাদের বিজয়, স্বাধীনতা এবং উদযাপনের সাথে সম্পর্কিত রঙ ব্যবহার করে ডিজাইন করা দুটি বিশেষ সংস্করণের রেফ্রিজারেটর মডেল বাজারে এনেছে সিঙ্গার।
দেশের সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ ও সম্মান প্রদর্শনে একজন মুক্তিযোদ্ধা ও সিঙ্গার বাংলাদেশের প্রাক্তন কর্মকর্তার আঙুলের ছাপ দিয়ে তৈরী ‘স্বাধীনতার ৫০ বছর’ লোগো উন্মোচন করা হয়েছে। এই বিশেষ লোগোটি বছরজুড়ে সিঙ্গারের সকল কম্যুনিকেশনে ব্যবহার করা হয়েছে।
শহীদদের আত্মত্যাগের স্মরণে ২৫ মার্চ সারাদেশের সকল শো-রুমের সামনে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এছাড়া, মুক্তিযুদ্ধ জাদুঘরকে স্পেশাল এডিশন রেফ্রিজারেটর উপহার দেয় সিঙ্গার।
সারা দেশের যেকোন আউটলেট থেকে ক্রেতারা এই আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে অথবা ভিজিট করুন www.singerbd.com
আরও পড়ুন: চট্টগ্রামে ইভ্যালির সিইও ও চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ফের রিমান্ডে ইভ্যালির সিইও
১৪৫০ দিন আগে
বাণিজ্য মেলায় সাড়ে তিন শ’র বেশি পণ্যের মডেল নিয়ে মার্সেল
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেল প্যাভিলিয়নে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও রান্নার সরঞ্জামসহ ৩৫০টিরও বেশি পণ্যের মডেল প্রদর্শিত হচ্ছে।
২১৫৯ দিন আগে