নৌকা প্রতিক
লক্ষীপুরে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত
লক্ষীপুরের রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন । রবিবার বিকেল ৫টার দিকে চাঁদপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বিকেলে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় সজিব।
নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাচনী সহিংসতা: আহত আ’লীগ কর্মীর মৃত্যু
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে সিল মারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সজিবের মাথায় চাপাতি ও লাঠির আঘাত লাগলে গুরুতর আহত হয় সে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সজিবেরে মাথায় গুরুতর আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীপুরের পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৫
২ বছর আগে