যশোর-খুলনা
চট্টগ্রাম-কক্সবাজার, যশোর-খুলনা মহাসড়কের উন্নয়নে অর্থায়নে আগ্রহী সৌদি আরব
সৌদি সরকার চট্টগ্রাম-কক্সবাজার এবং যশোর-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সংসদ ভবনের কার্যালয় কক্ষে সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের আল-জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আল-জাসের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক এবং ৬২ কিলোমিটার দীর্ঘ যশোর-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছেন।
সৌদি মন্ত্রী বাংলাদেশের অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান মন্ত্রী।
এছাড়া ওবায়দুল কাদের সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ানোর গুরুত্বের কথাও উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
বিজেএমসি’র বন্ধ মিলগুলোতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
২ বছর আগে