অনন্য মামুন
৪১ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল ‘অমানুষ’
সারাদেশের ৪১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেল নিরব ও মিথিলা জুটির ‘অমানুষ’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
নির্মাণের শুরু থেকে আলোচনার টেবিলে ‘অমানুষ’। একদিকে সিনেমার গল্প ও অভিনয়শিল্পীদের লুক। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলার প্রথম বড়পর্দায় কাজ। এছাড়াও মুক্তির আগে তাদের বিভিন্ন প্রচারণার ধরনও দর্শকের মাঝে আগ্রহ তৈরি করেছে সিনেমাটি দেখার।পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির সবকিছুর মধ্যে গণ্ডি থেকে বের হবার একটা চেষ্টা আমার ছিল। সেই চিন্তা থেকেই গল্পটা নির্বাচন করা। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ শুরু করি। যেহেতু পুরো শুটিং জঙ্গলের মধ্যে ছিল তাই এবারের অভিজ্ঞতাও অনেক আলাদা।’নির্মাতা আরও বলেন,‘পুরো বিশ্বে সিনেমার আবহাওয়া পরিবর্তন হয়েছে। দেশের সিনেমার প্রতিও দর্শকদের তেমন চাহিদা রয়েছে। চেষ্টা ছিল সেই প্রত্যাশা পুরণ করার। আর এতে কাজ করা সকল অভিনয়শিল্পী ও কলাকুশলিদের ধন্যবাদ। অনেক পরিশ্রম দিয়ে সবাই কাজটি শেষ করতে আমাকে সাহায্য করেছেন। এখন দর্শকের সাড়ার অপেক্ষা।’সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন বলেন, ‘একজন শিল্পীর সমবসময় ইচ্ছা থাকে চরিত্রের ব্যাপারে চ্যালেঞ্জ নেয়া। এই সিনেমাতেও আমাকে তেমনটা করতে হয়েছে। এবারই প্রথম ডাকাতের চরিত্রে অভিনয় করেছি। অনেকদিন ধরে এ নিয়ে প্রস্তুতিও নিতে হয়েছে। তবে এসব পরিশ্রম একটি ভালো কাজের জন্য। তাই প্রত্যাশা থাকবে দর্শকদের প্রতি। তাদের সিনেমা দেখা, এ নিয়ে সমালোচনা করা আমাদের আরও উৎসাহ জোগাবে।’
আরও পড়ুন: অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’‘অমানুষ’-এর নায়িকা হয়েও সিনেমাটির কোনো প্রচারণা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না মিথিলা। তবে একটি ভিডিও বার্তার মাধ্যমে সিনেমাটি নিয়ে জানিয়েছেন তার কথা। মিথিলা বলেন, ‘আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে। প্রিমিয়ারে থাকতে পারছি না এর জন্য আমার মনটা খুব খারাপ। কারণ, এই মুহুর্তে দেশ থেকে অনেক দূরে আছি। কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব ১৭ জুন সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন এবং আমাদেরকে জানান সিনেমাটি কেমন লাগলো।’মিথিলা আরও বলেন, ‘গতানুগতিক ধারার সিনেমার যে গল্প তার থেকে এই সিনেমার গল্পটি আলাদা। জঙ্গলের ভেতরে একটি ডাকাত দলের গল্প। খুবই এডভেঞ্চারাস।’‘অমানুষ’ সিনেমা নিয়ে কাজী নওশাবা বলেন, ‘আমার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অনেকদিন পর। একটু ভয়ে আছি। আমি আসলে ভাগ্যবান যে এই সিনেমায় ডাকাত চরিত্রটি করতে পেরেছি। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ দেখেছি। সবাইকে হলে আসার আহ্বান জানাচ্ছি।’‘অমানুষ’ এর শুটিং শুরু হয় ২০২১ সালে। বান্দরবানে প্রথম দিকে কাজ শেষ করে কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।
আরও পড়ুন: ব্রিটনির থেকে ১০০ গজ দূরে থাকতে হবে আলেকজান্ডারকে
বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
২ বছর আগে
‘অমানুষ’ মুক্তি পাবে ১৭ জুন
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি ঘোষণার পর থেকেই বেশ আলোচনায় ছিল। এতে রয়েছে একঝাঁক তারকা। আর জুটি হিসেবে রয়েছেন নিরব হোসেন ও রাফিয়াত রশিদ মিথিলা।
এ বছরের শুরুতে ‘অমানুষ’ মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে নির্ধারিত হলো চূড়ান্ত তারিখ। আগামী ১৭ জুন মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে নিরব হোসেন বলেন, ‘আমার ক্যারিয়ারে এক্সপেরিমেন্টাল কাজগুলোর একটি এই সিনেমা। জঙ্গলে শুটিংয়ের অভিজ্ঞতাটাও ভিন্ন ছিল। লুকের বেশ পরিবর্তন আনতে হয়েছিল। শুটিংয়ের বিভ্ন্নি ছবি প্রকাশের পর দর্শকরা সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। ঈদের সময় থেকে দর্শক আবারও হলমুখি হয়েছে। এই সময় ‘অমানুষ’ ভালো সাড়া পাবে বিশ্বাস করি।’
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
‘অমানুষ’ এর মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন অভিনেত্রী মিথিলা। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালিক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির গল্পটি সবচেয়ে বড় শক্তি। এতে দর্শক অনেক নতুন কিছু দেখতে পারবেন। সবাইকে বলব, সিনেমাটি হলে এসে দেখুন। এরসঙ্গে ভালো-খারাপ নিয়ে আলোচনা করুন।’
‘অমানুষ’ সিনেমার শুটিং শুরু হয় গত বছর এপ্রিলে। রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমার শুটিং সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
২ বছর আগে
অনন্য মামুনের পরিচালনায় নিরব-মিথিলার চলচ্চিত্র ‘অমানুষ’-এর শুভমুক্তি ডিসেম্বরে
আসছে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসতে চলেছে মিথিলা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’। সাথে সহ-অভিনেতা হিসেবে থাকছেন বড় পর্দার উদীয়মান তারকা নীরব। এই নতুন জুটিকে নিয়ে মুভির সেটে নির্দেশনার দায়িত্বে ছিলেন অনন্য মামুন। ছোট্ট এক সংশোধনীর পরেই ছবিটি মুক্তির চূড়ান্ত ছাড়পত্র মিলেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আজকের বিনোদন ফিচারে থাকছে এই আসন্ন সিনেমার কিছু কথা।
‘অমানুষ’ সিনেমার গল্প
বিদেশ ফেরত শখের চলচ্চিত্রকার নুদরাত। দেশের ফেরার পর সুন্দরবনের উপর একটি তথ্যচিত্র বানাতে চলে যান সুন্দরবন। কিন্তু সেখানে গিয়ে পড়ে যান উসমান বনদস্যুর কবলে। আর এই আকস্মিকতা জন্ম দেয় রোমাঞ্চকর সব ঘটনার।
থ্রিলার ও ট্র্যাজেডি ধাঁচের সিনেমাটির জন্যে এরকমি এক পটভূমি বুনেছেন স্বয়ং নির্দেশক নিজে। সংলাপের দায়িত্বে জুয়েল কবিরের সাথে যৌথভাবে ছিলেন পাপ্পু রাজ। চলচ্চিত্রটির মুল উপজীব্য বিষয় সুন্দরবনের জলদস্যু ও ঐতিহ্যবাহী জীববৈচিত্র্য।
আরও পড়ুন: সিরাজগঞ্জের ফুয়াদের স্বল্পদৈর্ঘ্য ছবি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত!
‘অমানুষ’ চলচ্চিত্র নির্মাণ
মিথিলা-নীরব জুটিকে চলচ্চিত্রের জন্য নিশ্চিত করার চার মাস আগে থেকে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করছিলেন পরিচালক অনন্য মামুন। ২৫ মার্চ শুটিং শুরুর কথা থাকলেও তা পিছিয়ে যায় ১লা এপ্রিল পর্যন্ত। সেই সাথে পাল্টে যায় ২০২১ এর ঈদুল আযহায় ছবিটির মুক্তির পরিকল্পনাও। অবশেষে দেশের বিভিন্ন জায়গায় শুটিং-এর পর ১৮ আগস্ট সম্পন্ন হয় সিনেমাটির সকল দৃশ্য ধারণ।
অনন্য মামুন-এর চলচ্চিত্রে পদার্পণ ঘটে ২০০০ সালে কলকাতা মুভির চিত্রনাট্যকার হিসেবে। ২০১০ সালে ‘ওয়ান্টেড’ মুভির মাধ্যমে শুরু হয় তার প্রথম মুভি নির্দেশনা। আসন্ন ‘অমানুষ’ মুভিটি অনন্য মামুনের ১৬ নম্বর ছবি হতে যাচ্ছে।
২০২১ এর ৪ মে ছবির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির থ্রিলার বৈশিষ্ট্য নিয়ে কিছুটা আভাস মেলে।
আরও পড়ুন: বড় পর্দায় তাহসান-বাঁধন জুটির ‘অ্যা ব্লেসড ম্যান’
১৬ নভেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির জন্য ছোট্ট একটি সংশোধনী দেয়। ছবির মধ্যে অভিনেত্রী নওশাবা একটি সিকুয়েন্সের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা রবীন্দ্রসঙ্গীত দৃশ্যের সাথে প্রাসঙ্গিক ছিলেন না। পরবর্তীতে রবীন্দ্র সঙ্গীতটি পরিবর্তন করে তার স্থলে অন্য গান দিয়ে পুনরায় জমা দেয়া হলে সেন্সর বোর্ড কোন রকম কর্তন ছাড়াই মুক্তির সনদ প্রদান করে।
সিনেমাটি প্রযোজনা করেছে পরিচালক অনন্য মামুনের মুভি প্রোডাকশান হাউজ অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ডিসেম্বরের শেষের দিকে প্রেক্ষাগৃহের মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে চলচ্চিত্রটি।
‘অমানুষ’-এর শ্রেষ্ঠাংশে যারা থাকছেন
এ ছবির মুল ভূমিকায় থাকা নীরব হোসেনের ক্যারিয়ার শুরু হয়েছিলো মডেলিং দিয়ে। ২০০৯ সালে অপু বিশ্বাস এবং শাকিব খানের সাথে ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। ‘অমানুষ’ সিনেমার আগে অনন্য মামুনের সাথে নীরবের কাজ হয়েছিলো ‘কসাই’ মুভিতে, যেটি মুক্তি পেয়েছিলো ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
‘অমানুষ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে রাফিয়াত রশিদ মিথিলার। বিনোদন জগতে তার শুরুটা হয়েছিলো ২০০২ সালে নীলাঞ্জনা পল্লী ফ্যাশন হাউসের সাংস্কৃতিক ও ফ্যাশন শো-এর মাধ্যমে। তারপর থেকে ধীরে ধীরে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
২০২১ এর ২০ মার্চ সন্ধ্যায় ঢাকাস্থ বনানীর একটি রেস্টুরেন্টে মুভিটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিথিলা ও নীরব।
আরও পড়ুন: ‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
৩ বছর আগে