শাহীন আফ্রিদি
পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে সোমবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ১৫৭ রান করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড নিয়েছিল ৪৪ রান। সব মিলিয়ে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল মুমিনুলের দল।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের পক্ষে লিটন দাস ৫৯ এবং ইয়াসির আলী ৩৬ রান করেন। শাহীন আফ্রিদির বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার আগে ইয়াসির ভালোই ব্যাট করেছিলেন। বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে একাদশে যোগ করেছে বাংলাদেশ।
ইয়াসির মাঠ ছাড়ার পর মেহেদি হাসান ১১ এবং নুরুল হাসান ১৫ রান করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: ইয়াসিরের ‘কনকাশন সাব’ সোহান
এর আগে তৃতীয় তিন দিন শেষে ৩৯ রানে চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনে শেষ ছয় উইকেট হারিয়ে ১১৮ রান যোগ করে তারা।
প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ৪৪ রান, সব মিলিয়ে ২০২ রানের লিড পেয়েছে তারা।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৫ উইকেট নেন শাহীন। এছাড়া সাজিদ খান তিনটি ও হাসান আলী দুটি উইকেট নেন।
প্রথম ইনিংসে লিটন দাসের অভিষেক সেঞ্চুরি ও মুশফিকুর রহীমের ৯১ রানের ওপর ভর করে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে আবিদ আলীর ১৩৩ রানের সুবাদে ২৮৬ রান করে পাকিস্তান।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: তাইজুলের ৭ উইকেটে ২৮৬ রানে অলআউট পাকিস্তান
৩ বছর আগে