রেল ক্রসিং
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার চার যাত্রী মারা গেছেন। এসময় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। বুধবার সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেফালী বেগম (৩৫), রোমানা (৩৫), সাহেরা (৩৫) ও মিনারা(৩৫)। তারা উত্তরা ইপিজেড এর শ্রমিক ও সবার বাড়ি সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী ধনিপাড়া গ্রামে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খুলনা-চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে রোমানা ও সাহেরাকে মৃত ঘোষণা করেন চিকৎসক।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে এবং পথে মিনারা নামে আরেকজন মারা যায়।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ শিশু নিহত
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
২ বছর আগে
চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বন্দর এলাকার সল্টগোলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফুল ইসলাম আরিফ (২৫) নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার মো. ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগ বন্দর থানা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।সিএমপি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা আরিফুল মোটরসাইকেলটি চালিয়ে গোসাইলডাঙ্গার দিকে আসার সময় রাত পৌনে ১১টার দিকে বিপরীতমুখী একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর লরি চালক পলাতক রয়েছে তবে লরিটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
২ বছর আগে
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের নারী কর্মীর মৃত্যু
রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডলি পারভীন (২৮) গ্রামীণ ব্যাংকের রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম শাখার ঋণ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নাটোরে। চাকরির সুবাদে রাজশাহী নগরে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে গ্রামীণ ব্যাংক সদস্যদের কাছ থেকে টাকা তুলতে স্বামী আবদুস সবুরের সাথে মোটরসাইকেলে করে রওনা হন ডলি পারভীন। নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের আগে আবদুস সবুর মোটরসাইকেল থামান। ডলি হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনে কাটা পড়েন। এতে ডলি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, তাঁরা স্বামী–স্ত্রী গ্রামীণ ব্যাংকের একই শাখায় কাজ করতেন। অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী শ্রমিক নিহত
পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
২ বছর আগে