মাদরাসা ছাত্রী নিহত
মাগুরায় বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত
মাগুরার শালিখায় বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সীমাখালী এলাকায় মাগুরা-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান (৮) ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে ও সীমাখালী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, দুপুরে সে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে