নজরুল ইসলাম মিঠু
সাউথ বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু সাঈদ খান, সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু
রবিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে দুপুর ১ টায় দক্ষিণ বাংলার ২১ জেলার ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে সাউথ বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা'র আহ্বায়ক কমিটি।
এদিকে কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান ও সদস্য সচিব জার্মান সংবাদ সংস্থা ডিপিএ এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু।
আরও পড়ুন: জার্নালিস্ট ফোরাম ফর প্রমোটিং টুরিজম’ গঠন
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের মানোন্নয়নসহ ওই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নে উদ্বুদ্ধকরণ, প্রযুক্তিভিত্তিক বিনিয়োগে আগ্রহ সৃষ্টি, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা।
৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক পি আর বিশ্বাস (দ্যা এশিয়ান এজ) ও মুহাম্মদ আলম হোসেন খান (আমাদের বার্তা), যুগ্ম সদস্য সচিব শেখ মুহাম্মদ জামাল হোসাইন (মুখপাত্র), সদস্য দীপ আজাদ (নাগরিক টিভি), রাকিব হাসনাত সুমন (বিবিসি), মোহসিন হাবিব (ইত্তেফাক), বোরহানুল হক সম্রাট (দেশ টিভি), সিদ্দিকুর রহমান (আলোর ঠিকানা), এম এ কুদ্দুস (সংবাদ), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আহমেদ পিপুল (এনটিভি), শরীফ উদ্দিন লিমন (আরটিভি), বানী ইয়াসমিন হাসি (বিবার্তা২৪), মামুন ফরাজী (যুগান্তর), ওয়াকিল আহমেদ হিরণ (সমকাল), আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা), মুজিবুর রহমান জিতু (বাসস), পান্থ রহমান (চ্যানেল আই), সিদ্দিকুর রহমান খান (আমাদের বার্তা), মো. রেজাউল করিম (ইত্তেফাক), হেমায়েত হোসাইন (দ্যা কান্ট্রি টুডে), কাজী সোহাগ (মানবজমিন), দেব দুলাল মিত্র (ভোরের কাগজ), রাজু হামিদ (নাগরিক টিভি), শাহিদুল হাসান খোকন (ইন্ডিয়া টুডে), পলাশ মাহমুদ (কালবেলা), এস কে রেজা পারভেজ (রাইজিংবিডি) ও নাদিয়া শারমিন (একাত্তর টিভি)।
আরও পড়ুন: চার সাংবাদিক পেলেন অ্যাকশন এইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড
সাভারে ভ্রমণের জায়গাগুলোতে উপচে পড়া ভিড়
১ বছর আগে
ডিআরইউ সভাপতি মিঠু, সম্পাদক হাসিব
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মিঠু ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী ৩০৪, শাখাওয়াত হোসেন বাদশা ২৫৩, কবির আহমেদ খান ২৩৬ ও সৈয়দ শুকুর আলী শুভ ১৯৯ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫০০ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খান ৩৩৬, তোফাজ্জেল হোসেন ২৩১, মঈন উদ্দিন খান ২২৭ ও জামিউল আহসান শিপু ১৪৮ ভোট পেয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল (৩৮৩ ভোট), যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন (৮৩২ ভোট), অর্থ সম্পাদক এস এম এ কালাম (৬৭৮ ভোট), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি (৮৩৭ ভোট), দপ্তর সম্পাদক রফিক রাফি (৭১৫ ভোট), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া শারমিন (৯৭৩ ভোট), নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি (৮৫৯ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন (৭২৩ ভোট), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭২৩ ভোট), আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু ৭৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: পেশাগত উন্নয়ন ও মর্যাদার লক্ষ্যে নিরলস কাজ করছে ডিআরইউ: স্পিকার
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- হাসান জাবেদ (৮২১ ভোট), সোলাইমান সালমান (৭৩৯ ভোট), মাহমুদুল হাসান (৭৩৯ ভোট), সুশান্ত কুমার সাহা (৭০১ ভোট), আল আমিন (৬৮৬ ভোট), এসকে রেজা পারভেজ (৬৬৫ ভোট), তানভীর আহমেদ (৬৪৪ ভোট) ও সলিমুল্লাহ মেসবাহ (৬৪৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে ১ হাজার ৭২২ ভোটারের মধ্যে ১ হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন।
ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
আরও পড়ুন: ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবে ডিআরইউ’র প্রতিবাদ
২ বছর আগে