একাডেমিক মহাপরিকল্পনা
ঢাবি কর্তৃপক্ষকে একাডেমিক মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আর্থ-সামাজিক খাতে আরও বেশি গবেষণা এবং একাডেমিক দক্ষতা বাড়াতে স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা স্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এটি একাডেমিক মহাপরিকল্পনার মাধ্যমে করা যেতে পারে। বুধবার দেশের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ের পূর্বের গৌরব ফিরিয়ে আনার জন্য প্রয়োজন গুণগত শিক্ষা প্রদান ও আন্তর্জাতিক মানসম্মত গবেষণা পরিচালনা।
তিনি বলেন, ভৌত উন্নয়নের মহাপরিকল্পনার চেয়ে একাডেমিক মহাপরিকল্পনা বেশি গুরুত্বপূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক মহাপরিকল্পনা প্রণয়ন করলে সরকার সহযোগিতা করবে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: আজ শুরু হচ্ছে ঢাবির ১৬ দিনব্যাপী শতবর্ষ উদযাপন
ঢাবির আবাসিক হলের ক্যান্টিনের দেয়াল ধসে আহত ২
৩ বছর আগে