বিদেশি চিকিৎসক
বিদেশি চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব না: ড্যাব
সরঞ্জাম ও বিশেষজ্ঞ মেডিকেল টিমের অভাবে বিদেশ থেকে চিকিৎসক এনে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে করানো সম্ভব নয় বলে জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী চিকিৎসকদের এ সংঠন মানবিক কারণে যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানায়।
ড্যাবের সভাপতি হারুন-আল-রশিদ বলেন, ‘কিছু মানুষ খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলে শুধু সময়ক্ষেপণ ও সরকারের অবস্থানকে সমর্থন করছে।’
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রশিক্ষিত একটি মেডিকেল টিম ও সহায়ক যন্ত্রপাতি লাগবে। ‘তাই অন্য দেশ থেকে চিকিৎসক এনে তাকে চিকিৎসা করানো সম্ভব নয়।’
ডা. হারুন বলেন, বেশ কয়েকবার রক্তক্ষরণের কারণে বিএনপি প্রধানের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আর সময় নষ্ট করার সুযোগ নেই। ‘চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ টিম ওয়ার্কের প্রয়োজন। এই ধরনের চিকিৎসা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানির সব জায়গায় না, শুধু কয়েকটি সেন্টারে রয়েছে।’
তিনি বলেন, যদি বাইরে থেকে কোনো চিকিৎসক আনা হয় তাহলে তিনি একা প্রশিক্ষিত নার্স, ওয়ার্ড বয় ও সরঞ্জাম ছাড়া কাজ করতে পারবেন না। ‘এমনকি একজনের ভুলের জন্য পুরো কাজ পণ্ড হয়ে যেতে পারে।’
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সোমবার রাতে রক্তক্ষরণের পর তার হিমোগ্লোবিনের স্তর কিছুটা কমেছে। ‘তাকে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তবে এখনও সেগুলোর রিপোর্ট পাওয়া যায়নি।’
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সদস্যরা রবিবার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত বিদেশ যাওয়া প্রয়োজন।
আরও পড়ুন: খালেদার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকার বাধা: ফখরুল
খালেদা জিয়ার খারাপ কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে: বিএনপি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল
৩ বছর আগে