বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে
যান্ত্রিক ত্রুটি: শাহ আমানতে বিমানের জরুরি আবতরণ
৪২ যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ফ্লাইটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় বলে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক নিশ্চিত করেছেন।
ওমর ফারুক জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এ কারণে সেটি জরুরি অবতরণ করে। তবে প্রথমবার অবতরণের চেষ্টা সফল হয়নি।
তিনি আরও জানান, ফ্লাইটিতে ৪২ জন যাত্রী ছিল। ঢাকা থেকে রাত পৌনে ৯টায় এটি চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।
আরও পড়ুন: মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত পাইলট, নাগপুরে বিমানের জরুরি অবতরণ
শাহজালালে বিমানের জরুরি অবতরণ
৩ বছর আগে