ফোবানা
৩৭তম ফোবানা সম্মেলন ১ সেপ্টেম্বর কানাডায় শুরু
ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৭ তম সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের ১- ৩ তারিখে কানাডার মন্ট্রিয়ল শহরে শেরাটন লাভাল হোটেলে অনুষ্ঠিত হবে।
রবিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনাতনে (ভিআইপি লাউঞ্জ) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান।
আতিকুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক কবির কিরণ ও ২০২২’র লসএঞ্জেলেস ফোবানার মেম্বার সেক্রেটারি সৈয়দ এম হোসেন বাবু, সংগীতশিল্পী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেসের প্রতিনিধি কাবেরী রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৩৩তম ফোবানা সম্মেলন ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু
৩৭তম ফোবানা মন্ট্রিয়লের আহবায়ক সাংবাদিক মনিরুজ্জামান ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত থেকে সাংবাদিকদের কনভেনশনের বিষয়াদি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানা। এবার দীর্ঘদিন পর বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে। এই সম্মেলনটির কনভেনার হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামান এবং মেম্বার সেক্রেটারি হাফিজুর রহমান ও অভিজিৎ দে।
ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।
আরও পড়ুন: আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ও এক্সপো ২০২৩ (আইইএসই) ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি
মার্কিন নেতৃত্বাধীন গণতন্ত্র সম্মেলন ২৯-৩০ মার্চ
১ বছর আগে
‘পিস রানার অ্যাওয়ার্ড' পেলেন বিশ্বজয়ী বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার
পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার ‘পিস রানার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ২৭ নভেম্বর ওয়াশিংটন ডিসির গেলর্ডে অনুষ্ঠিত ৩৫তম ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা’ (ফোবানা) সম্মেলনে তাকে এই বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হয়।
এর আগে চলতি বছরের ৬ অক্টোবর নাজমুন নাহার বিশ্বের ১৫০তম দেশ ‘সাওটোমে অ্যান্ড প্রিন্সিপ' ভ্রমণের মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করেন। নাজমুন বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ১৫০তম দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেছেন বাংলাদেশের পতাকা হাতে ও বিশ্বশান্তির বার্তা নিয়ে।
২০০০ সলে ভারতের ভুপালের পাঁচমারিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে নাজমুন নাহারের প্রথম বিশ্ব ভ্রমণের সূচনা হয়। ১ জুন ২০১৮ সালে নাজমুন ১০০ তম দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেন জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর।
নাজমুন বেশির ভাগ দেশ ভ্রমণ করেছেন সড়কপথে, কঠিন দুর্গম পথ পাড়ি দিয়েছেন তিনি, বহুবার মৃত্যুমুখে পতিত হয়েছে। বহু প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েও তিনি থামেননি, লাল-সবুজের পতাকা হাতে পৃথিবীতে উদ্যত বহমান চলছে তাঁর বিশ্বভ্রমণ।
আরও পড়ুন: নাজমুন নাহার: পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পরিব্রাজক
২ বছর আগে